P V Sindhu: জাপানের শীর্ষ বাছাই আকনে ইয়ামাগুচির কাছে স্ট্রেট সেটে পরাজয় - ছিটকে গেলেন সিন্ধু

জাপানী শাটলারের বিপক্ষে ১২-৭ ব্যবধানে হেড টু হেড জয়ের রেকর্ড ছিলো সিন্ধুর। চলতি বছরে দু'বারের দেখায় দু'বারই হার মানতে হয়েছিলো ইয়ামাগুচিকে। তবে এদিন সিন্ধু কার্যত দাঁড়াতেই পারলেন না।
P V Sindhu: জাপানের শীর্ষ বাছাই আকনে ইয়ামাগুচির কাছে স্ট্রেট সেটে পরাজয় - ছিটকে গেলেন সিন্ধু
পি ভি সিন্ধুফাইল ছবি ট্যুইটারের সৌজন্যে

জাপানের শীর্ষ বাছাই আকনে ইয়ামাগুচির কাছে স্ট্রেট সেটে হেরে ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। জাপানী শাটলারের বিপক্ষে ১২-৭ ব্যবধানে হেড টু হেড জয়ের রেকর্ড ছিলো সিন্ধুর। চলতি বছরে দু'বারের দেখায় দু'বারই হার মানতে হয়েছিলো ইয়ামাগুচিকে। তবে এদিন সিন্ধু কার্যত দাঁড়াতেই পারলেন না। একতরফা ম্যাচে হায়দরাবাদি শাটলারকে উড়িয়ে দিয়েছেন জাপানী শীর্ষ বাছাই।

তৃতীয় বাছাই সিন্ধু তুরস্কের নেসলিহান ইগিটকে স্ট্রেট সেটে হারিয়ে পৌঁছেছিলেন সেমিফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ হন আকনে ইয়ামাগুচি। জাপানের শীর্ষ বাছাই এই শাটলার সিন্ধুকে হারিয়েছেন ২১-১৩, ২১-৯ ব্যবধানে। ৩২ মিনিটের এই ম্যাচে ভারতীয় শাটলারকে কার্যত পাত্তাই দেননি ইয়ামাগুচি।

অন্য আর এক সেমিফাইনালে টুর্নামেন্টের চতুর্থ বাছাই আন সেয়ং থাইল্যান্ডের ফিতায়াপোর্ন চাইওয়ানকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন। খেলার ফলাফল আন সেয়ং-এর পক্ষে ২১-১৬ ও ২১-১৩। আগামী ২১ শে নভেম্বর ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন ইভেন্টের মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে মুখোমুখি হচ্ছেন আকনে ইয়ামাগুচি এবং আন সেয়ং।

ভারতের হয়ে একমাত্র আশা জিইয়ে রেখেছেন এখন কিদম্বী শ্রীকান্ত। আজই পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনালে ডেনমার্কের তৃতীয় বাছাই অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিপক্ষে খেলবেন শ্রীকান্ত।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in