রবি শাস্ত্রী
রবি শাস্ত্রীফাইল চিত্র - সংগৃহীত

"দল নির্বাচনে বাইরের লোক প্রভাব খাটাতো" - BCCI-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শাস্ত্রীর

ভারতের প্রাক্তন কোচ বলেন, এই ধরনের বৈঠক নিয়ে আমার কোনও ধারণা ছিল না। কিন্তু আমি বৈঠকে দেখতাম বাইরের অনেকে সেখানে মতামত রাখতো।
Published on

জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন প্রায় দেড় বছর হতে চললো। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন রবি শাস্ত্রী। দীর্ঘদিন পর এবার বোর্ডের অন্দরমহলের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। দল নির্বাচনের সময় নির্বাচক ছাড়া বাইরের লোকও নির্বাচনে ভূমিকা রাখতেন বলে জানালেন শাস্ত্রী।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানান, ভারতের কোচ থাকাকালীন আমাকে দল নির্বাচনের সময় থাকতে হতো। দল নির্বাচনে আমার মতামতের প্রয়োজন ছিল। পাশাপাশি, নির্বাচকদের মতামতটাও জানতে হতো। কিন্তু সেখানে কিছু বাইরের লোকও প্রভাব খাটাতো।

ভারতের প্রাক্তন কোচ আরও বলেন, "এই ধরনের বৈঠক নিয়ে আমার কোনও ধারণা ছিল না। কিন্তু আমি বৈঠকে দেখতাম বাইরের অনেকে সেখানে মতামত রাখতেন। তাঁদের সেখানে কথা বলার কোনও অধিকার ছিল না। তার পরেও তাঁরা কথা বলত। প্রভাব খাটানোর চেষ্টা করতেন। এটা বিসিসিআইয়ের সংবিধান বিরুদ্ধ।"

এবিষয়ে কথা বলতে গিয়ে শাস্ত্রী অবশ্য কোনো ব্যক্তির নাম করেননি। বিসিসিআই-এর তরফ থেকেও এবিষয়ে কিছু জানানো হয়নি। শাস্ত্রী সরে দাঁড়ানোর পর জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় রাহুল দ্রাবিড়ের হাতে। সেই সময় বেশ জল্পনা শুরু হয় দ্রাবিড়কে কোচ করার পেছনে নাকি সৌরভের হাত রয়েছে। বর্তমানে বিসিসিআই-এর মসনদে রয়েছেন রজার বিনি। সম্প্রতি বিসিসিআই-এর অন্দরমহলের অনেক খবরই সামনে আসছে বিভিন্ন ব্যক্তির হাত ধরে।

রবি শাস্ত্রী
IPL 2023: লাগাতার ব্যর্থতা, পৃথ্বী শ-র সমালোচনায় রিকি পন্টিং
রবি শাস্ত্রী
IPL 2023: বেগুনি টুপির জন্য হাড্ডাহাড্ডি লড়াই - শীর্ষে সিরাজ, পিছিয়ে নেই রশিদ, আর্শদীপরাও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in