

ডার্বির আগে নতুন কোচ বেছে নিলো ইস্টবেঙ্গল। বসুন্ধরা এফসির প্রাক্তন কোচ অস্কার ব্রুজোঁকে কোচ করলো ইস্টবেঙ্গল ক্লাব। খুব তাড়াতাড়ি তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
আইএসএলের শুরুতেই পরপর ৩ ম্যাচে হেরে পদত্যাগ করেন কার্লস কুয়াদ্রাত। এরপর জামশেদপুর এফসি ম্যাচে দলের সহকারী বিনো জর্জ কোচিং করান। সেই ম্যাচেও ইস্টবেঙ্গল হারে। পরপর ৪ ম্যাচে হার। অস্কারের প্রথম ম্যাচই হতে চলেছে ১৯ অক্টোবর ডার্বি। ফলে তিনি যে বেশ চাপে থাকবেন সেটা বলাই যায়।
যদিও অস্কার অন্যতম সফল কোচ। বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে চারটি প্রিমিয়ার লিগ, দুটি ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপের ট্রফি জিতেছেন। এছাড়া ভারতীয় ফুটবলে মুম্বই সিটি এফসি-র সহকারী কোচ ছিলেন। এছাড়া ১২ বছর আগে আই লিগে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ ছিলেন তিনি।
ইমামি ইস্টবেঙ্গলের বিভাস বর্ধন আগরওয়াল বলেন, "ব্রুজোঁ এক জন চ্যাম্পিয়ন কোচ। এশিয়ার ফুটবলে তাঁর রেকর্ডই সবকিছু বলে দেয়। বসুন্ধরা কিংসের হয়ে প্রচুর ট্রফি জিতেছেন। এএফসির অভিজ্ঞতাও আছে। মুম্বই সিটি এফসির সঙ্গে এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কোচ হিসাবে অতীতে কাজ করেছেন। বাকি সরসুমের জন্য ব্রুজোঁকে আমাদের শুভেচ্ছা। আমাদের বিশ্বাস, ব্রুজোঁ আমাদের ক্লাবের মান উন্নত করবেন। সমর্থকদের গর্বিত হওয়ার সুযোগ করে দেবেন"।
অস্কার বলেন, "আমি আমার দায়িত্ব জানি। ম্যানেজমেন্ট আমাকে যে কারণে নিয়েছে সেটা সফল করতে চেষ্টা করব। আমি নিশ্চিত আমরা সফল একটা যাত্রা করতে চলেছি। শুধু আইএসএলে নয়, এএফসি চ্যালেঞ্জ কাপেও ভালো করতে চাই। ইস্টবেঙ্গল সমর্থকরা আবেগপ্রবণ। তাঁদের পাশে থাকার অনুরোধ করব।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন