একটা ভুল থেকে বিচার করা উচিত নয় - মালয়েশিয়া ম্যাচে ড্র করায় গুরপ্রীতের পাশে ভারতীয় কোচ

People's Reporter: ভারতীয় কোচ বলেন, 'ভিয়েতনামে গুরপ্রীত আমাদের সেরা খেলোয়াড় ছিল। এই ম্যাচে গোলটিতে তাঁর ভুল ছিল না'।
গুরপ্রীত সিং সান্ধু
গুরপ্রীত সিং সান্ধুছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

এই বছর জয় অধরাই থেকে গেল ভারতের। মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-১ গোলে ড্র করলো ভারতীয় ফুটবল দল। বলা ভালো ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিংয়ের ভুলের জন্য ভারতের জয় হাতছাড়া হয়েছে।

বদলার ম্যাচ ছিল ভারতের কাছে। কিন্তু বদলা নেওয়া হল না। ম্যাচের ১৯ মিনিটে মালয়েশিয়ার স্ট্রাইকার পাউলো জোসুয়া গতিতে গুরপ্রীতকে পিছনে ফেলে ফাঁকা গোলে বল ঠেলে দিয়ে চলে গেলেন। দীর্ঘদিন ভারতীয় দলে খেলা সিনিয়র গুরপ্রীতের এই ভুল দেখে অবাক সকলেই। একইসঙ্গে প্রশ্ন উঠছে আর কবে দায়িত্ব নিতে শিখবেন গুরপ্রীত? ভারতের দল নির্বাচন নিয়েও ক্রীড়াবিদদের মনে প্রশ্ন জাগছে।

আইএসএলে একের পর এক চাপের মুহূর্তে ভালো খেলা অমরিন্দর সিং আর বিশাল কাইথকে কেনো ভারতীয় দলে নেওয়া হচ্ছে না উঠছে প্রশ্ন? কারণ বেঙ্গালুরুর হয়েও গত কয়েক বছরে গুরপ্রীতের পারফরমেন্স আশানুরূপ নয়। ৩৮ মিনিটে ভারতের রাহুল ভেকে এদিন সমতা ফেরালেও আর গোল করতে পারেনি ভারত।

ফিফা ক্রমতালিকায় মালয়েশিয়া ভারতের নীচে। সেই কারণে ভারতের লড়াই কুর্নিশ করার মত। তবে গুরপ্রীতকে নিয়ে প্রশ্ন থাকছেই।

যদিও গুরপ্রীতের পাশে দাঁড়িয়ে ভারতীয় কোচ বলেন, 'ভিয়েতনামে গুরপ্রীত আমাদের সেরা খেলোয়াড় ছিল। এই ম্যাচে গোলটিতে তাঁর ভুল ছিল না। আমি আইএসএলে প্রতি সপ্তাহে এই ধরনের গোল দেখি। তবে আমি শিখেছি যে মালয়েশিয়া-লাওস ম্যাচে মালয়েশিয়ার গোলরক্ষক ঠিক একই ভুল করেছিলেন, কিন্তু সেবার গোল লাইনের জন্য গোলটি বেঁচে গিয়েছিল। গুরপ্রীতকে প্রমাণ করার কিছুই নেই। লম্বা কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছে। এই একটা ভুল থেকে ওকে বিচার ঠিক হবে না।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in