

অলিম্পিক্স এবং বিশ্বকাপে ভারতের হয়ে পদকজয়ী প্রাক্তন হকি তারকা বরিন্দর সিং প্রয়াত। ১৯৭০-এর দশকে ভারতের বেশ কয়েকটি স্মরণীয় জয়ের অবিচ্ছেদ্য অংশ বরিন্দর মঙ্গলবার সকালে জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
বরিন্দর সিং-এর মৃত্যুতে হকি ইন্ডিয়া ট্যুইট করে লিখেছে, "মহান হকি খেলোয়াড় বরিন্দর সিং-এর মৃত্যুতে আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি, তাঁর আত্মা যেনো চির বিশ্রামে থাকে এবং তাঁর পরিবার যেনো এই অপূরনীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়।"
১৯৭৫ সালে পুরুষ হকি বিশ্বকাপে স্বর্ণপদক জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর। মালেশিয়ার কুয়ালালামপুরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সোনা জিতেছিলো দেশ। এছাড়াও ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এবং ১৯৭৩ সালে আমস্টারডাম বিশ্বকাপে রুপোজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
১৯৭৪ সালে এবং ১৯৭৮ সালে এশিয়ান গেমসে রুপো জয়ী ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বরিন্দর সিং। ১৯৭৫ সালে মন্ট্রিল অলিম্পিকেও ভারতীয় দলে ছিলেন তিনি। ২০০৭ সালে তাঁকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন