

কলকাতার তিন প্রধানের হয়েই দাপিয়ে খেলেছেন চিবুজোর নুয়াকানমা। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ১৯৮৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়ানো চিবুজোর প্রয়াণে শোকস্তব্ধ ভারত তথা বাংলার ক্রীড়ামহল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর।
মহামেডান স্পোর্টিং-এর হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন চিবুজোর। ১৯৮৯ সালে নেহরু কাপে মহমেডানের হয়ে বড় ভূমিকা নিয়েছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। এছাড়া ১৯৯১ সালে মহমেডানের ত্রিমুকুট জয়ে অনন্য ভূমিকা রেখেছিলেন তিনি।
মহামেডানের পাশাপাশি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন চিবুজোর। এর পাশাপাশি টালিগঞ্জ অগ্রগামীর হয়েও অনেকদিন খেলেছেন। ১৯৯৮ সালে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলে অবসর ঘোষণা করেন।
পড়াশোনার জন্য ভারতে এসেছিলেন চিবুজোর। থিওলজি নিয়ে ব্যাঙ্গালুরু থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করেন তিনি। পড়াশোনার পর দাপিয়ে ফুটবল খেলেন কলকাতায়। অবসরের পর নাইজেরিয়ার লাগোসে একটি আবাসিক কোচিং সেন্টারও খোলেন তিনি। যেখানে তরুণ ছেলেদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন