

সৌদি পৌঁছেই আল-হিলাল সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। প্রিয় তারকাকে একবার দেখার জন্য সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাহলে কি খুব শীঘ্রই বল নিয়ে মাঠে ম্যাজিক দেখাবেন নেইমার? সেটা অবশ্য সময় বলবে।
দীর্ঘদিন চোটের কবলে ছিলেন নেইমার জুনিয়র। সৌদি আরবের এক সংবাদপত্র সূত্রে খবর, বার্সেলোনা থেকে প্রাইভেট জেট-এ করে রিয়াদে আসেন নেইমার। আল হিলালের জনসংযোগ বিভাগ নেইমারকে অভ্যর্থনা দেয়। পুষ্প স্তবক, বহুমূল্য সুগন্ধি দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। সমর্থকরা তাঁকে আল হিলালের জার্সিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত বছর সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। পুরো স্টেডিয়াম ভরে গিয়েছিল আল হিলাল সমর্থকে। আতশবাজি, এলইডি শো থেকে শুরু করে ড্রোনের মাধ্যেমে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা কোনো কিছুই যেন বাদ দেননি ক্লাব কর্তৃপক্ষ।
গত বছর পিএসজি থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে নেয় আল হিলাল। ব্রাজিলিয়ান তারকার জন্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করেছিল ক্লাবটি। যদিও আল হিলালের হয়ে মোট ৫টি ম্যাচ খেলেন তিনি। দেশের হয়ে গত ১৮ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে লিগামেন্টে ছিঁড়ে যায় নেইমারের। তারপর থেকে আর মাঠে নামা হয়নি তাঁর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন