ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের শিরোপা দখল নিউজিল্যান্ডের

সাউদাম্পটনে ব্ল্যাক ক্যাপসদের জয়ধ্বজা। ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা পৌঁছায় রিজার্ভ ডেতে।
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টছবি আইসিসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সাউদাম্পটনে ব্ল্যাক ক্যাপসদের জয়ধ্বজা। ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা পৌঁছায় রিজার্ভ ডেতে। আর আজ বল হাতে সাউদি, বোল্টের অনবদ্য প্রদর্শনের পর ব্যাট হাতে উইলিয়ামসন (৫২*) এবং টেলর জুটি (৪৭*) সহজেই নিউজিল্যান্ডকে ঐতিহাসিক শিরোপা উপহার দেন।

গতকাল অর্থাৎ ঐতিহাসিক টেস্টের পঞ্চম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রানে ব্যাট করছিলো ভারত। অপরাজিত ছিলেন বিরাট কোহলি (৮*) এবং চেতেশ্বর পূজারা (১২*)। নিউজিল্যান্ডের সামনে ৩২ রানের লীড রেখে রিজার্ভ ডে তথা শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ব্ল্যাক ক্যাপসদের দাপুটে বোলিংএর সামনে এদিন ১৭০ রানেই গুটিয়ে যায় বিরাটদের দ্বিতীয় ইনিংস।

চেতেশ্বর পূজারা (১৫) এবং কোহলি (১৩)দিনের শুরুতেই জেমিসনের শিকার হন। পঞ্চম উইকেটে রাহানে এবং পন্থ বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা চালালেও রাহানে ১৫ রানের বেশি করতে পারেনি। ঋষভ পন্থের ৪১ রানের ইনিংসের দৌলতে কিছুটা লড়াইয়ের জন্য এগিয়ে যায় ভারত। রবীন্দ্র জাদেজা (১৬), রবিচন্দ্রন অশ্বিন (৭), মহম্মদ শামি (১৩) বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য থাকে ১৩৮ রানের।

কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ টি উইকেট তুলে নেন টিম সাউদি এবং তিনটি উইকেট আসে ট্রেন্ট বোল্টের ঝুলিতে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কাইল জেমিসন দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং ওয়াগনার সন্তুষ্ট থাকেন এক উইকেট নিয়েই।

এদিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে ভারতের ইনিংস শেষ হওয়ায় সহজ লক্ষ্য পায় কিউইরা। হাতে থাকে ৫৩ ওভার এবং লক্ষ্যমাত্রা ১৩৮ রানের।

দুই কিউই ওপেনার টম লেথাম (৯) এবং ডেভন কনওয়ে (১৯) বড় ইনিংস খেলতে পারেননি। দুজনকেই ফেরান রবিচন্দ্রন অশ্বিন। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি ব্ল্যাক ক্যাপসদের। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলর ম্যাচ শেষ করেই ফিরে আসেন। ৯৬ রানের অনবদ্য পার্টনারশিপ গড়েন এই জুটি। উইলিয়ামসন ৮৯ বলে ৫২* রানে অপরাজিত থাকেন। রস টেলর অপরাজিত থাকেন ১০০ বলে ৪৭* রান করে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in