

বাংলার ফুটবল জগতে আত্মপ্রকাশ করলো নতুন ফুটবল ক্লাব। United Kolkata Sports Club নামে নতুন ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাবের সূচনা হলো। একদল বাঙালি ফুটবলারদের নিয়ে জনপ্রিয় কোচ তথা প্রাক্তন ফুটবলার দীপক কুমার মণ্ডলের প্রশিক্ষণে কলকাতা লিগে অংশ নেবে এই নতুন ক্লাব।
জার্সি উদ্বোধন ও ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভট্টাচাৰ্য, সুমিত মুখোপাধ্যায়ের মতো তারকারা। প্রত্যেকেই এই নতুন উদ্যোগের প্রশংসা করলেন। ক্লাবের লোগো ডিজাইনে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি জার্সিতে রয়েছে আলপনার নকশা। ভবিষ্যতে আইএসএলে নামতে চান তাঁরা।
ক্লাবের সচিব দেবদূত রায়চৌধুরী বলেন, "বৃহত্তর লক্ষ্য নিয়েই আমরা শুরু করছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলার কিংবা জেলাস্তরে অনেক ফুটবলারদের স্কাউট করে নিয়ে আসা হবে। কলকাতা লিগে ভালো পারফর্ম করার ব্যাপারে আমরা আশাবাদী। ফুটবলের উপর দীর্ঘদিন ধরেই আমাদের কাজ চলছে। এবার ক্লাবের আত্মপ্রকাশ। পরবর্তীতে অ্যাকাডেমি করার ইচ্ছেও আছে। অত্যাধুনিক ট্রেনিংয়ের ব্যবস্থা তো থাকছেই। ব্যারেটো আমাদের সঙ্গে ২০১২ সাল থেকেই যুক্ত। এখানেও ওকে মেন্টর হিসেবে কাজে লাগানোর ইচ্ছে আছে।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন