Football: বাংলার ফুটবলে আত্মপ্রকাশ করলো নতুন ক্লাব!

People's Reporter: ক্লাবের সচিব দেবদূত রায়চৌধুরী বলেন, বৃহত্তর লক্ষ্য নিয়েই আমরা শুরু করছি। ব্যারেটো আমাদের সঙ্গে ২০১২ সাল থেকেই যুক্ত। এখানেও ওকে মেন্টর হিসেবে কাজে লাগানোর ইচ্ছে আছে।
United Kolkata Sports Club-এর আত্মপ্রকাশ
United Kolkata Sports Club-এর আত্মপ্রকাশছবি - সংগৃহীত

বাংলার ফুটবল জগতে আত্মপ্রকাশ করলো নতুন ফুটবল ক্লাব। United Kolkata Sports Club নামে নতুন ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাবের সূচনা হলো। একদল বাঙালি ফুটবলারদের নিয়ে জনপ্রিয় কোচ তথা প্রাক্তন ফুটবলার দীপক কুমার মণ্ডলের প্রশিক্ষণে কলকাতা লিগে অংশ নেবে এই নতুন ক্লাব।

জার্সি উদ্বোধন ও ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভট্টাচাৰ্য, সুমিত মুখোপাধ্যায়ের মতো তারকারা। প্রত্যেকেই এই নতুন উদ্যোগের প্রশংসা করলেন। ক্লাবের লোগো ডিজাইনে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি জার্সিতে রয়েছে আলপনার নকশা। ভবিষ্যতে আইএসএলে নামতে চান তাঁরা।

ক্লাবের সচিব দেবদূত রায়চৌধুরী বলেন, "বৃহত্তর লক্ষ্য নিয়েই আমরা শুরু করছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলার কিংবা জেলাস্তরে অনেক ফুটবলারদের স্কাউট করে নিয়ে আসা হবে। কলকাতা লিগে ভালো পারফর্ম করার ব্যাপারে আমরা আশাবাদী। ফুটবলের উপর দীর্ঘদিন ধরেই আমাদের কাজ চলছে। এবার ক্লাবের আত্মপ্রকাশ। পরবর্তীতে অ্যাকাডেমি করার ইচ্ছেও আছে। অত্যাধুনিক ট্রেনিংয়ের ব্যবস্থা তো থাকছেই। ব্যারেটো আমাদের সঙ্গে ২০১২ সাল থেকেই যুক্ত। এখানেও ওকে মেন্টর হিসেবে কাজে লাগানোর ইচ্ছে আছে।"

United Kolkata Sports Club-এর আত্মপ্রকাশ
IPL 2024: নিজেদের রেকর্ড ভেঙে আইপিএল-এ ইতিহাস সৃষ্টি হায়দরাবাদের!
United Kolkata Sports Club-এর আত্মপ্রকাশ
ISL 2023-24: স্বপ্নপূরণ সবুজ-মেরুনের, যুবভারতীতে মুম্বইকে ২ গোল দিয়ে লিগ শিল্ড জয় মোহনবাগানের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in