অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‍্যাঙ্কিং-এ একধাপ এগোলেন নাওমি ওসাকা, সেরেনা ফের প্রথম দশে

অ্যাসলে বারটি ও নাওমি ওসাকা
অ্যাসলে বারটি ও নাওমি ওসাকাফাইল ছবি সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ডব্ল্যুটিএ র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে উঠে এলেন নাওমি ওসাকা। সোমবার প্রকাশিত র‍্যাঙ্কিং অনুসারে সিমোনা হেলেপকে পিছনে ফেললেন ওসাকা। এদিনই ফের বিশ্বের প্রথম ১০ খেলোয়াড়ের তালিকায় ফের ঢুকলেন সেরেনা উইলিয়ামস। আপাতত তিনি সপ্তম স্থানে আছেন। গত ৫৭ সপ্তাহ ধরে প্রথম স্থান দখলে রেখেছেন অ্যাসলে বারটি।

এদিনের প্রকাশিত র‍্যাঙ্কিং-এ নিজের ১১তম স্থান থেকে ৭ম স্থানে এলেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাওমি ওসাকার কাছে পরাজিত হন সেরেনা। মহিলাদের ডাবলস র‍্যাঙ্কিং-এ প্রথম স্থান পেয়েছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। ডাবলসে দ্বিতীয় র‍্যাঙ্ক পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার পারটনার এলিস মারটেন্স। এই জুটি এবার অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডাবলস খেতাব জয় করেছেন। উল্লেখ্য এবারের তালিকায় ১১ ধাপ উপরে উঠে এসেছেন আমেরিকান জেনিফার ব্রাডি। তাঁর বর্তমান র‍্যাঙ্কিং ১৩।

এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর অস্ট্রেলিয়ার অ্যাসলে বারটির মোট পয়েন্ট ৯,১৮৬। দ্বিতীয় স্থানে থাকা জাপানের নাওমি ওসাকার সংগ্রহ ৭,৮৩৫ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা রোমানিয়ার সিমোনা হেলেপের সংগ্রহ ৭,২৫৫ পয়েন্ট। চতুর্থ স্থানে আছেন আমেরিকান সোফিয়া কেনিন। তাঁর সংগ্রহ ৫,৭৬০ পয়েন্ট। ইউক্রেনের এলিনা সভিটোলিনার আছেন পঞ্চম স্থানে। তাঁর সংগ্রহ ৫,৩৭০ পয়েন্ট। চেকোশ্লোভাকিয়ার কারোলিনা প্লিস্কোভা ৫,২০৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। ৪,৯১৫ পয়েন্ট নিয়ে আমেরিকার সেরেনা উইলিয়ামস আছে সপ্তম স্থানে। বেলারুশের আরিনা সাবালেঙ্কা ৪,৮১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। ৪,৭৩৫ পয়েন্ট নিয়ে কানাডার বিয়াঙ্কা অ্যান্ড্রেস্কু নবম স্থানে এবং চেকোশ্লোভাকিয়ার পেট্রা ভিটোভা ৪,৫৭১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in