অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জেনিফার ব্র্যাডিকে স্ট্রেট সেটে ওড়ালেন নাওমি ওসাকা

সেমিফাইনালে মার্কিন কিংবদন্তী সেরেনা উইলিয়ামসকে হারিয়েই বিশ্ববাসীকে শিরোপা জয়ের আগাম আভাস দিয়েছিলেন এই জাপানী টেনিস সেনসেশন।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাওমি ওসাকা
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাওমি ওসাকাঅস্ট্রেলিয়ান ওপেন ২০২১ অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

জেনিফার ব্র্যাডিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন নাওমি ওসাকা। সেমিফাইনালে মার্কিন কিংবদন্তী সেরেনা উইলিয়ামসকে হারিয়েই বিশ্ববাসীকে শিরোপা জয়ের আগাম আভাস দিয়েছিলেন এই জাপানী টেনিস সেনসেশন। ওসাকার সামনে দাঁড়াতেই পারেনি ব্র্যাডি। মাত্র ১ ঘন্টা ১৭ মিনিটেই ৬-৪ এবং ৬-৩ ব্যবধানে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন ওসাকা।

টুর্নামেন্টের তৃতীয় বাছাই নাওমি ওসাকার কেরিয়ারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়। এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। এছাড়াও ২০১৮ সালে এবং ২০২০ সালে ইউএস ওপেন ঘরে তুলেছেন এই জাপানী তারকা।

মেলবোর্নের রড লেভার এরিনাতে মহিলাদের ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে ছিলো তুমুল উত্তেজনা। অপ্রতিরোধ্য নাওমি টানা ২০ ম্যাচ অপরাজিত ছিলেন। আবার সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন তিনি। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন জেনিফার ব্র্যাডি। সেমিতে ৬-৪, ৩-৬, ৬-৪ সেটে ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছিলেন তিনি। কোয়ার্টারে তাঁর কাছে বিদায় নিয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি।

তবে সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে নিজের স্টাইলেই কোর্টে নামেন ওসাকা। তাঁর ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের কোনো উত্তর ছিলোনা প্রতিপক্ষের সামনে। ৬-৪,৬-৩ সেটে ম্যাচ জিতে ক্যারিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন এবং চতুর্থ গ্র‍্যান্ডস্ল্যাম অর্জন করেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in