Roland Garros: ফেডেরারকে টপকে রেকর্ড গড়লেন নাদাল, গ্র্যান্ডস্ল্যামে ফিরে দুরন্ত জয় জকোভিচের

রোলাঁ গারোর 'রাজা' রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ার জর্ডান থমসনকে সরাসরি স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। খেলার ফলাফল 'স্প্যানিশ বুল'-এর পক্ষে ৬-২,৬-২, ৬-২।
Roland Garros: ফেডেরারকে টপকে রেকর্ড গড়লেন নাদাল, গ্র্যান্ডস্ল্যামে ফিরে দুরন্ত জয় জকোভিচের
ছবি - সংগৃহীত
Published on

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি। তবে করোনা ভ্যাকসিন না নিলেও রোলাঁ গারোর দরজা খোলা ছিলো নোভাক জকোভিচের জন্য। ফরাসী ওপেনের হাত ধরে গ্র্যান্ড স্ল্যামে ফিরে প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিলেন সার্বিয়ান নম্বর ওয়ান। একইদিনে হাঁটুর চোটে ভুগতে থাকা রাফায়েল নাদালও জিতলেন প্রথম রাউন্ড। জয়ের পাশাপাশি কিংবদন্তী রজার ফেডেরারকে পেছনে ফেলে রেকর্ডও গড়লেন নাদাল

জকোভিচ তাঁর প্রতিপক্ষ জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে স্ট্রেট সেটে হারিয়েছেন। তিন সেটের লড়াইয়ে সার্বিয়ান তারকার পক্ষে ফলাফল ৬-৩, ৬-১, ৬-০।

ম্যাচ জয়ের পর জোকার বলেন, "আমি ফিরে আসতে পেরে খুশি। রোলাঁ গারো বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলির একটি, এবং গত বছরের স্মৃতি এখনও আমার মাথায় ও মনে তাজা রয়েছে।"

অন্যদিকে রোলাঁ গারোর 'রাজা' রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ার জর্ডান থমসনকে সরাসরি স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। খেলার ফলাফল 'স্প্যানিশ বুল'-এর পক্ষে ৬-২,৬-২, ৬-২। এই জয়ের সঙ্গে রজার ফেডেরারকে ছাপিয়ে নতুন গ্র্যান্ডস্ল্যাম রেকর্ড করে ফেললেন রাফা।

রোলাঁ গারো টুর্নামেন্টের ১০৬তম ম্যাচ জিতলেন নাদাল। একক মেজরে সর্বাধিক জয়ের নজির এটিই। এর আগে পর্যন্ত এই নজির ছিলো সুইশ সেনসেশন রজার ফেডেরারের দখলে। তিনি উইম্বলডনের ১০৫ টি ম্যাচ জিতেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জিমি কনরস। ইউএস ওপেনে ৯৮ টি ম্যাচ জিতেছেন তিনি।

Roland Garros: ফেডেরারকে টপকে রেকর্ড গড়লেন নাদাল, গ্র্যান্ডস্ল্যামে ফিরে দুরন্ত জয় জকোভিচের
কলকাতায় আইপিএলের প্লে অফ - দর্শকদের সুবিধার্থে মধ্যরাতেও মেট্রো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in