

অলিম্পিক্সের পর ডায়মন্ড লিগেও সোনা জয় অধরা থাকলো নীরজ চোপড়ার। মরসুমের সেরা থ্রো করেও দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার। ৯০.৬১ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। এরপর নীরজ জানান মানসিক ভাবে শক্তিশালী থাকতে হবে তাঁকে।
অলিম্পিক্সের রুপো জয়ের পর লুসানে ডায়মন্ড লিগে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন নীরজ চোপড়া। শুরুটা ভালো হয়নি তাঁর। প্রথম ৫টি থ্রো ৮৮ মিটারের নীচে করেন তিনি। ৮২.১০মি, ৮৩.২১মি, ৮৩.১৩মি, ৮২.৩৪মি এবং ৮৫.৫৮মি থ্রো করেন তিনি। ষষ্ঠ থ্রোতে ৮৯.৪৯ মিটার জ্যাভলিন ছোঁড়েন নীরজ। চলতি মরসুমে নিজের সেরা থ্রো করলেন তিনি।
রুপো জয়ের পরে নীরজ বলেন, 'অবশ্যই শুরুটা ভালো হয়নি। কিন্তু আমি ধাপে ধাপে চেষ্টা করছিলাম আরও দূরে থ্রো করার। সকলেই দেখেছেন সেটা। পর পর আমার জ্যাভলিনের দূরত্ব বাড়তে থাকে। অবশেষে মরসুমের সেরা এবং ডায়মন্ড লিগে নিজের দ্বিতীয় সেরা থ্রো করলাম। আসলে মানসিকভাবে নিজেকে শক্তিশালী রাখতে হবে'।
অন্যদিকে ৯০.৬১ মিটার থ্রো করে নজর করেছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। প্যারিস অলিম্পিক্সে তিনি ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো এবং পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। যদিও নাদিম ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেননি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন