Bangladesh: খুনের মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান! একই হত্যায় নাম জড়ালো অভিনেতা ফিরদৌসেরও

People's Reporter: বাংলাদেশের দৈনিক 'প্রথম আলো' এবং 'ঢাকা ট্রিবিউন'-র প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। সাকিবকে ২৮ নম্বর অপরাধী এবং ফিরদৌসকে ৫৫ নম্বর অপরাধী হিসেবে দেখানো হয়েছে।
ফিরদৌস আহমেদ এবং সাকিব আল হাসান
ফিরদৌস আহমেদ এবং সাকিব আল হাসানছবি - সংগৃহীত
Published on

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। এরই মদ্যে আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ তথা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। বাংলাদেশের দৈনিক 'প্রথম আলো' এবং 'ঢাকা ট্রিবিউন'-র প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি আদাবর থানায় খুনের মামলা দায়ের করেন। মামলাকারীর অভিযোগ গত ৫ আগস্ট তাঁর পুত্র রুবেল আদাবর রিং রোডে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলের মধ্যেই তাঁর ছেলেকে গুলি করে খুন করা হয়।

রফিকুল ইসলাম আরও জানান, তাঁর ছেলের মৃত্যুর পিছনে রয়েছেন সাকিব আল হাসান সহ একাধিক নেতা। তাঁদের নির্দেশেই ওই মিছিলে গুলি চলে। রুবেলের পেটে ও বুকে গুলি লাগে। গত ৭ আগস্ট তাঁর মৃত্যু হয়।

শুধুমাত্র সাকিবের বিরুদ্ধেই নয়, অভিনেতা ফিরদৌস আহমেদ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৫৬ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। সাকিবকে ২৮ নম্বর অপরাধী এবং ফিরদৌসকে ৫৫ নম্বর অপরাধী হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি ৪০০-৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ফিরদৌস আহমেদ এবং সাকিব আল হাসান
Bangladesh Flood: ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খোলায় বাংলাদেশে বন্যা! বিবৃতি দিয়ে কী জানাল ভারত সরকার?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in