

২০২৬ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়তে চলেছে এক ডজনের বেশি স্পোর্টস ইভেন্ট। যার জেরে সমস্যায় পড়তে চলেছে ভারত। কারণ ক্রিকেট, ব্যাডমিন্টন, তিরন্দাজি, টেবিল টেনিস, কুস্তি সহ একাধিক খেলা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তে রীতিমতো হতাশ ভারতীয় ক্রীড়াবিদরা।
গ্লাসগোতে অনুষ্ঠিত হবে ২০২৬ কমনওয়েলথ গেমস। তার আগে এক বিবৃতিতে বলা হয়েছে, কমনওয়েলথ গেমসে একাধিক ইভেন্ট বাতিল করা হয়েছে। আর এই ইভেন্টগুলি থেকেই ভারতের পদক জয় কার্যত নিশ্চিত ছিল।
এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা চিরাগ সেট্টি। তিনি বলেন, 'সত্যি বলতে আমি মনে করি এটা খুব বাজে সিদ্ধান্ত। আমি ব্যাডমিন্টনের কথা বলতে পারি। এটি অনেকেই দেখেন। কমনওয়েলথ গেমসে যে সমস্ত খেলায় দর্শক সবথেকে বেশি থাকে তার মধ্যে ব্যাডমিন্টন অন্যতম'।
তিনি আরও বলেন, 'আমি আশা করি কমনওয়েলথ গেমস আয়োজকরা এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে দেখবেন এবং সম্ভবত এটি পরিবর্তন করবে। ব্যাডমিন্টন সম্প্রদায়ের একটি অংশ হিসাবে, আমরা হতাশ'।
প্রসঙ্গত, ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত যেক'টি পদক জিতেছিল তার মধ্যে একাধিক পদক এসেছিল ক্রিকেট, হকি, টেবিল টেনিস, স্কোয়াশ এবং কুস্তি থেকে। এই সবক'টি ইভেন্ট বাতিল হওয়াতে ভারতের পদক জয়ের সংখ্যা স্বাভাবিকভাবেই কমতে চলেছে। এছাড়া ওই টুর্নামেন্টে ভারত ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬১টি পদক জয় করেছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
