FIFA World Cup 22: শেষ আটে মরক্কো, জানেন আর কোন কোন আফ্রিকান দেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে?

বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেলেই ইতিহাস গড়বেন আশরফ হাকিমি, হাকিম জিয়েচরা।
স্পেনের বিরুদ্ধে জয়ের পর মরক্কো ফুটবল দল
স্পেনের বিরুদ্ধে জয়ের পর মরক্কো ফুটবল দলছবি - ট্যুইটার
Published on

শক্তিশালী স্পেনকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। নিজেদের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার শেষ আটে পৌঁছাতে পেরেছে 'অ্যাটলাসের সিংহ'-রা। সেইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেলেই ইতিহাস গড়বেন আশরফ হাকিমি, হাকিম জিয়েচরা। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক মরক্কো ছাড়া আর কোন তিন আফ্রিকান দেশ বিশ্বকাপে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পা রেখেছে। তাদের সফরই বা কেমন ছিল?

১. ক্যামেরুন: ১৯৯০ ইতালি বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের শেষ আটে উঠেছিল 'অদম্য সিংহ' ক্যামেরুন। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকা ১-০ গোলে হারিয়ে চমকের সাথে বিশ্বকাপ অভিযান শুরু করে। দ্বিতীয় রাউন্ডে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তারা। কিন্তু শেষ আটের ম্যাচে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হার মানতে হয় ক্যামেরুনকে। ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও ৮৩ মিনিটে এবং ১০৫ মিনিটে গ্যারি লেনকারের পেনাল্টি থেকে করা গোলে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো আফ্রিকার দেশটির। তবে তাদের এই বিশ্বকাপের সফর ছিল রূপকথার মতো।

২. সেনেগাল: ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেই তাক লাগিয়ে দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। এই বিশ্বকাপে 'তেরাঙার সিংহ'-রা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালেও। গ্রুপ পর্বের বাধা টপকে শেষ ষোলোতে ২-১ গোলে তারা হারায় সুইডেনকে। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে তুরস্কের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় চমক লাগানো পশ্চিম আফ্রিকার দেশটিকে।

৩. ঘানা: ২০১০ বিশ্বকাপে আফ্রিকান কনফেডারেশনের চমক ছিল ঘানা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল 'কালো তারা'-রা। শেষ ষোলোতে তারা ২-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। কোয়ার্টার ফাইনালে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে সফর শেষ করেছিল তারা।

স্পেনের বিরুদ্ধে জয়ের পর মরক্কো ফুটবল দল
FIFA World Cup 22: বিদায় 'স্টেডিয়াম ৯৭৪' - বিশ্বকাপ শেষেই ভেঙে ফেলা হবে এই স্টেডিয়াম! কিন্তু কেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in