বিশাল কাইথ
বিশাল কাইথছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

Durand Cup 2024: ডুরান্ড চ্যাম্পিয়ন হতে সেই বিশালের হাতই ভরসা মোহনবাগানের!

People's Reporter: বিশাল বলেন, আমরা পেনাল্টিতে কোনো ম্যাচ হারিনি। আশা করি, আমি এটা বজায় রাখতে পারব এবং আমার দলকে আত্মবিশ্বাস জোগাতে পারব।
Published on

তিনি মোহনবাগানের স্বপ্নের সওদাগর। চলতি ডুরান্ড কাপে পাঞ্জাব এফসির বিরুদ্ধে শেষ আটের ম্যাচে এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেমিফাইনালে বিশাল কাইথের হাতেই ভর করে ডুরান্ড ফাইনালে উঠেছে টিম সবুজ মেরুন। আর একটা লড়াই। শনিবার যুবভারতীতে নর্থ ইস্টের বিরুদ্ধে ডুরান্ড কাপ ফাইনালে নামবে মোহনবাগান।

বিশাল বলেন, 'আমরা পেনাল্টিতে কোনো ম্যাচ হারিনি। আশা করি, আমি এটা বজায় রাখতে পারব এবং আমার দলকে আত্মবিশ্বাস জোগাতে পারব। যখন ম্যাচ টাইব্রেকারে যায় এবং আমি ক্রসবারের নীচে থাকি, আমার ওপর সতীর্থদের আস্থা থাকে এবং তারা চাপমুক্ত হয়ে শট নিতে পারে। এটাই আমাদের সুবিধা'।

পারফরম্যান্সে এই উন্নতির জন্য দলের নতুন স্প্যাানিশ কোচ হোসে মোলিনাকে ধন্যবাদ জানান বিশাল। বাগানের গোলরক্ষক বলেন, "মোলিনা একজন গোলকিপার হওয়ায় খুব ভালভাবে জানেন, কীভাবে একজন গোলকিপারকে প্রশিক্ষণ দিতে হয়। এটা আমাদের জন্য খুবই কার্যকরী। কারণ, আমরা অনেক কিছু শিখতে পারি এবং উন্নতি করতে পারি। আমাদের কোচেরা পেনাল্টি কিকের কৌশল সম্পর্কে তথ্য দেন। তাই আমাদের কাছে তথ্য থাকে, এবং এটি সত্যিই আমাদের সাহায্য করে। দলের খেলোয়াড়রা পেনাল্টি মিস করলে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে ঠিকই। কিন্তু এটা মাঠের ভিতরের পরিস্থিতির উপর নির্ভর করে"।

আজ যুবভারতীতে ফাইনালে নর্থইস্টের মুখোমুখি হবে মোহনবাগান। পরপর দুই মরসুমে ডুরান্ডের ফাইনালে উঠে খুশি বাগান কর্তৃপক্ষ। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে খেতাব ধরে রাখতে চাইছেন শুভাশিস বোসরা।

বিশাল কাইথ
Shilton Paul: অবসর নিলেন ময়দানের 'বাজপাখি', সবুজ-মেরুন জার্সিতে বিদায় নিতে না পারায় আক্ষেপ!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in