AFC Cup 2023: বদলার ম্যাচে নামছে মাজিয়া, প্লেয়ারদের ফিটনেস নিয়ে চিন্তায় বাগান কোচ

People's Reporter: দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই কলকাতায় এসেছে মাজিয়া। অধিনায়ক সামো আলি, গোলরক্ষক হুসেন শরীফ ও সার্বিয়ান মিডফিল্ডার ভাজিস্লাভ।
প্র্যাকটিসে মোহনবাগানের ফুটবলাররা
প্র্যাকটিসে মোহনবাগানের ফুটবলাররাছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

সোমবার গান্ধী জয়ন্তীতে এএফসি কাপে নামছে ফেরান্দোর মোহনবাগান। যুবভারতীতে হওয়া এই ম্যাচে বাগানের প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া। গ্রুপ ডি তে দু'টি দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ জিতে তিন পয়েন্ট তুলে নিয়েছে। তবে গোলপার্থক্যে মলদ্বীপের ক্লাবের থেকে এগিয়ে ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট।

দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই কলকাতায় এসেছে মাজিয়া। অধিনায়ক সামো আলি, গোলরক্ষক হুসেন শরীফ ও সার্বিয়ান মিডফিল্ডার ভাজিস্লাভ। এএফসি কাপের নিরিখে মাজিয়া মোহনবাগানের কাছে নতুন নয়। তবে জয়ের নিরিখে এগিয়ে সবুজ-মেরুন শিবির।

সোমবার এএফসি খেলেই শনিবার আইএসএলে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবেন বুমৌস, কামিংসরা। তাই মাজিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রাখছেন হুয়ান ফেরান্দো। তিনি বলেন, "যথেষ্ট শক্তিশালী মালদ্বীপের ক্লাবটি। আমরা তিন পয়েন্টের জন্যই যাব। ফুটবলারদের শারীরিক ক্লান্তি রয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ দলের মানসিক অবস্থান বা স্থিতি। ফুটবলারদের ফিটনেস লেভেল খতিয়ে দেখে তবেই চূড়ান্ত একাদশ নির্বাচন করব।"

অন্যদিকে মাজিয়ার কোচ মিলোমির সেসলিয়া বলেন, "এএফসি-তে মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচটা দেখেছি। মোহনবাগানের আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী। আর কে না জানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স।"

উল্লেখ্য, দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর। ওই ম্যাচে মাজিয়াকে ৫-২ ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। ফলে এটা বদলার ম্যাচ হিসেবেই দেখছে মলদ্বীপের ক্লাবটি।

প্র্যাকটিসে মোহনবাগানের ফুটবলাররা
Asian Games 2023: সেমিতে হার, আশা জাগিয়েও ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই বঙ্গতনয়াকে
প্র্যাকটিসে মোহনবাগানের ফুটবলাররা
Asian Games 2023: মিক্সড ডাবলসে বাজিমাত বোপান্না-রুতুজা জুটির! তাইওয়ানকে হারিয়ে সোনা জয় ভারতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in