ISL 2023-24: যুবভারতীতে মেগা ম্যাচ, কার্ড সমস্যা চিন্তায় রাখছে না মোহনবাগানকে

People's Reporter: বাগান কোচ বলেন, আমাদের রক্ষণে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আমরা অন্য পরিকল্পনা করে রেখেছি। সমস্যা হল সময় কম পেয়েছি। সমস্যার সমাধান করাই আমাদের কাজ।
হুয়ান ফেরান্দো
হুয়ান ফেরান্দোছবি - সংগৃহীত

শনিবার যুবভারতীতে মেগা ম্যাচে নামছে মোহনবাগান। যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন শিবির। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে গোয়া। অন্যদিকে মোহনবাগানের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। জিতলেই ৩ থেকে ১ নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে বাগানের কাছে।

সাংবাদিক সম্মেলনে বাগান কোচ হুয়ান ফেরান্দো জানান, গত ম্যাচের হার একটা দুর্ঘটনা ছিল আমাদের কাছে। সেটা নিয়ে মাথা ঘামাবো না। এই ম্যাচের জয় আমাদের পুরোনো স্রোতে ফিরিয়ে আনবে সেটা বিশ্বাস রাখি।

দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তেকে কার্ড সমস্যা পাবে না মোহনবাগান। এছাড়া আক্রমণ বিভাগের অন্যতম ভরসা লিস্টন কোলাসোকেও মোহনবাগান পাবে না। হুয়ান বলেন, 'এমন অবস্থায় আমরা আগেও পড়েছি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবো সেই বিশ্বাস আমার আছে। কামিংস গোলে ফেরায় ভালো লাগছে।'

তিনি আরও বলেন, "আমাদের রক্ষণে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আমরা অন্য পরিকল্পনা করে রেখেছি। সমস্যা হল সময় কম পেয়েছি। সমস্যার সমাধান করাই আমাদের কাজ। এই নিয়ে আমি উদ্বিগ্ন নই"।

বিকল্প ডিফেন্ডার হিসেবে রবি রানা ও সুমিত রাঠির কথা ভাবা হলেও তাঁরা দুজনেই চলতি লিগে মাত্র আট মিনিট করে মাঠে থেকেছেন। কিন্তু শনিবারের ম্যাচে তাঁদের ওপরও আস্থা রয়েছে ফেরান্দোর। তিনি বলেন, "রানা, সুমিত মাজিয়ার বিরুদ্ধে খেলে এসেছে। কলকাতা লিগে, ডুরান্ড কাপেও খেলেছে। ওরা প্রায় আড়াই বছর ধরে আমার তত্ত্বাবধানে রয়েছে। ওদের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। গত মরশুমে সুমিত কোনও ম্যাচেই তেমন না খেললেও ফাইনালে খেলেছিল। ওদের মানে ফারাক থাকলেও ওরা দলকে সাহায্য করতে প্রস্তুত। আগে কত মিনিট খেলেছে, সেটা বড় কথা নয়। ওরা ভবিষ্যতের তারকা। ওদের আরও সময়, আত্মবিশ্বাস দেওয়া প্রয়োজন"।

হুয়ান ফেরান্দো
Bajrang Punia: সাক্ষীর পর প্রতিবাদী বজরং, পদ্মশ্রী সম্মান ফেরালেন তারকা কুস্তিগীর
হুয়ান ফেরান্দো
INDW vs AUSW: অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজির বঙ্গ তনয়ার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in