

ডুরান্ড কাপ ফাইনালে এগিয়ে থেকেও হার। আইএসএলের উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট। এবারে সেই সব ভুলে বুধবার ঘরের মাঠে যুবভারতীতে তাজিকিস্তানের রাভশন এফসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ২ গ্রুপ পর্বের ম্যাচে নামবে মোহনবাগান।
রাভশন এফসি খাতায় কলমে গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ বাগানের। বাকি দুই প্রতিপক্ষ ইরানের ট্রাক্টর এসসি এবং কাতারের আল ওয়াকরা এসসি। যারা যথেষ্ট শক্তিশালী। বুধবার যুবভারতীতে সন্ধ্যা ৭.৩০টা থেকে ম্যাচ শুরু হবে। তবে এএফসিতে অভিযান শুরু করার আগে কিছুটা চাপে হোসে মোলিনা। সাতজন বিদেশি নিয়ে এসেছে রাভসন। আর মোহনবাগানের দুই বিদেশি জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্তো রদ্রিগেজ চোট সমস্যায় এখনও অনিশ্চিত।
তবে মোহনবাগান কোচ মোলিনা জানান, 'জেমির চোট আগের থেকে ভালো জায়গায় আছে। পুরোদমে অনুশীলনা শুরু করেছে। আমরা সেরা একাদশই নামাব। চোট-আঘাত খেলারই অঙ্গ। আমরা জয়ের জন্যই খেলব।'
বাগান কোচ আরও বলেন, "আইএসএলে আমরা যেমন খেলছি, তেমন মানসিকতা ও কৌশল নিয়েই খেলব। এসিএল ২ বলে নিজেদের খেলায় পরিবর্তন করার কিছু নেই। তবে রাভশন ভালো দল। ওরা ওদের দেশের অন্যতম সেরা দল। তাই একটা কঠিন ম্যাচের আগে যে রকম প্রস্তুতি নিয়ে নামি আমরা, যে রকম মানসিকতা থাকে আমাদের, সে রকমই থাকবে। গত ম্যাচে (আইএসএলে) যে সব ভুল-ভ্রান্তি হয়েছে, তা সংশোধনের চেষ্টা করেছি"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন