CFL: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের খাতা খুললো মোহনবাগান

People's Reporter: প্রথমার্ধের ২৩ মিনিটে টং বল ধরে পিয়ারলেসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন। ১-০ গোলে লিড নেয় মোহনবাগান।
চলতি লিগে প্রথম জয় পেল মোহনবাগান
চলতি লিগে প্রথম জয় পেল মোহনবাগানছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

কলকাতা লিগে জয়ের খাতা খুললো মোহনবাগান। ৩ ম্যাচ পরে অবশেষে বৃহস্পতিবার পিয়ারলেসকে ১-০ গোলে হারিয়ে জয়ের মুখ দেখলো গঙ্গাপাড়ের ক্লাব। ইস্টবেঙ্গল ডার্বি জয়ের পরে কাস্টমসের কাছে ড্র করলেও এদিন মোহনবাগান জয় পেলো।

মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন টং সিং। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে মোহনবাগান। প্রথমার্ধের ২৩ মিনিটে টং বল ধরে পিয়ারলেসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন। পিয়ারলেসের গোলকিপার সত্যব্রত মান্না শরীর ছুঁড়ে দিয়েও বলের নাগাল পাননি। ১-০ গোলে লিড নেয় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বৃষ্টি শুরু হয়। ভেজা মাঠে পিয়ারলেস যদিও বেশি ভালো খেলে মোহনবাগানের থেকে। তবে গোলের খাতা খুলতে পারেনি। মোহনবাগানও আর গোল করতে পারেনি।

ডার্বি হারের পরে মোহনবাগানের এই জয় সত্যিই স্বস্তির। ম্যাচের পরে মোহনবাগান কোচ ডেমি কাডজো বলেন, 'খুব ভালো লাগছে। ছেলেরা পরিশ্রম করেছে। সেই ফল পাওয়া গেছে। আশা করছি এই জয়টা ধরে রাখতে পারব।'

চলতি লিগে প্রথম জয় পেল মোহনবাগান
Sourav Ganguly: এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, দেখুন অন্যান্য পুরস্কারের তালিকাও
চলতি লিগে প্রথম জয় পেল মোহনবাগান
Football: স্কুল বইতে যুক্ত হতে চলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানের ইতিহাস!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in