

গত ২ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত ইরানে নিরাপত্তার অভাবের কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যায়নি মোহনবাগান। মাঠে হাজির না থাকার কারণে ট্রাক্টর এফসিকে ৩ পয়েন্ট দিয়ে দেওয়া হয়। এবার শাস্তি দেওয়া হল মোহনবাগানকে।
এএফসি জানিয়েছে, আর্টিক্যাল ৫.২ লঙ্ঘন করেছে মোহনবাগান। আর সেই মতো ধরে নেওয়া হয়েছে মোহনবাগান এসিএল টু থেকে নিজেদের নাম তুলে নিয়েছে। তাই পরবর্তী পর্যায়ে মোহনবাগানকে আর দেখা যাবে না।
ইজরায়েলি হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর প্রধান নিহত হন। ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক জারি হয়। এই অবস্থায় মোহনবাগানের ৩৫ জন ফুটবলার নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে এএফসিকে চিঠি দেয়। যদিও কোনো উত্তর আসেনি। নিরাপত্তাজনিত বিষয়টি এএফসি, এআইএফএফ আর ভারতের বিদেশমন্ত্রককে জানায় মোহনবাগান। কোথাও থেকে কোনো উত্তর আসেনি। উল্লেখ্য, এসিএল ২-এ মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল রাভশানের বিরুদ্ধে যুবভারতীতে। সেই ম্যাচ ড্র করে বাগান।
এই মুহূর্তে যদিও আইএসএলে ফোকাস করছে মোহনবাগান। প্রথমদিকে ভালো না খেললেও মিনি ডার্বিতে মহামেডানকে ৩-০ তে হারিয়ে চনমনে দল। এরপর ১৯ অক্টোবর ডার্বি। বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, 'বেঙ্গালুরুতে হারের পর আমাদের মনে হয়েছিল, সব ম্যাচে হারতে পারি না আমরা। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এটাই আমাদের মোটিভেশন ছিল। আমাদের লিগ টেবলের শীর্ষে ওঠার জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই ঠিক করি, এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন