ISL 2023-24: লক্ষ্য জামশেদপুর জয়, ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাগান কোচ হাবাস

People's Reporter: বাগান কোচ হাবাস বলেন, হার নিয়ে আমি ভাবছিই না। সব সময় জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা। জামশেদপুর ম্যাচে হারলে সমস্যা হতে পারে, জানি।
বাগান কোচ হাবাস
বাগান কোচ হাবাসছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

শুক্রবার যুবভারতীতে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মোহনবাগান। জিততে পারলেই লিগ টেবিলে শীর্ষে ওঠার দিকে আরও একধাপ এগোবে মোহনবাগান। বাগান কোচের কথাতেও যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে সবুজ-মেরুন শিবিরকে।

ম্যাচের আগে বাগান কোচ হাবাস বলেন, "হার নিয়ে আমি ভাবছিই না। সব সময় জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা। জামশেদপুর ম্যাচে হারলে সমস্যা হতে পারে, জানি। কিন্তু তার পরেও আমাদের এক নম্বর জায়গাটা পাওয়ার লড়াই চলবে। অন্য কোনও দলের ম্যাচের ফলে আমাদের ওপর কী প্রভাব হবে, সে সব নিয়ে ভাবতে চাই না আমরা। আমাদের সাফল্য-ব্যর্থতা শুধু আমাদের হাতেই রয়েছে। তাই শুধু নিজেদের দলের খেলায় মনোনিবেশ করতে চাই। নিজেদের ম্যাচ নিয়েই ভাবতে চাই"।

জামশেদপুর দলটার মধ্যে অনেক পরিবর্তন এনেছেন ভারতীয় কোচ খালিদ জামিল। ভারতীয় কোচের প্রশংসা করে হাবাস বলেন, "খালিদ জামিল ভালো কাজ করছে। ও যখন নর্থইস্টের কোচ ছিলেন তখন থেকেই আমি ওকে জানি। ওর আর ওর দলের প্রতি শ্রদ্ধা আছে আমাদের। তবে এই ম্যাচ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ওরাও নিশ্চয় এই ম্যাচের জন্য ভালো প্রস্তুতিই নিচ্ছে। ভালো ম্যাচ হবে"।

এছাড়া হাবাস জানান, "ঘরের মাঠে খেলব বাড়তি সুবিধা হবে আমাদের। তবে গোল করতে হলে গোলের সুযোগ তৈরি করতেই হবে। আমরা গোলের সুযোগ যত তৈরি করবো, ততই গোলের সম্ভাবনা বাড়বে। তাই এই নিয়ে আমি চিন্তিত নই। গোলের সুযোগ তৈরি হওয়া তো ভালো। তাছাড়া, প্রতি ম্যাচ পাঁচ গোলে বা তিন গোলে জেতা সম্ভব না। আপনারা দেখেছেন, গত কয়েকটি ম্যাচে ব্যবধান কমই হয়েছে। দু-এক গোলের বেশি ব্যবধানে কেউ জিততে পারেনি। লিগের এই জায়গায় এসে অনেক গোল করে ম্যাচ জেতা কঠিন। কারণ, প্রায় সব দলই একে অপরের শক্তি-দুর্বলতা সম্পর্কে জেনে গিয়েছে"।

বাগান কোচ হাবাস
Paul Pogba: ডোপিং-এর অভিযোগে চার বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড ফরাসী তারকা পল পোগবা
বাগান কোচ হাবাস
CAB: ম্যাচ গড়াপেটায় যুক্ত সিএবির যুগ্ম সচিব! তদন্তের আশ্বাস স্নেহাশিস গাঙ্গুলির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in