ইতিহাসের দোরগোড়ায় মহামেডান স্পোর্টিং, যুবভারতীতে জিতলেই হাতে উঠবে প্রথম আই লিগ

১৪ মে (শনিবার) আই লিগের শিরোপা নির্ধারক ম্যাচে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে গোকুলাম কেরালা এবং মহামেডান স্পোর্টিং।
মহামেডান স্পোর্টিং ফুটবল দল
মহামেডান স্পোর্টিং ফুটবল দলফাইল চিত্র - মহামেডান স্পোর্টিং ট্যুইটার হ্যান্ডেল

ইতিহাসের দোরগোড়ায় মহামেডান স্পোর্টিং। শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা'কে হারালেই প্রথমবারের মতো 'আই-লিগ' খেতাব জিতবে ব্ল্যাক প্যান্থাররা। যুবভারতীতে আজকের ম্যাচ জিতলেই বহুদিনের কাঙ্খিত স্বপ্ন সফল করে মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ ঘরে তুলবে মহামেডান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা গত ম্যাচে শ্রীনিধি ডেকানের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত করে ফেলতো। তবে মালাবারের দল ডেকানের বিপক্ষে ১-৩ ব্যবধানে হেরে বসে। যে কারণেই শিরোপা জয়ের সুযোগ চলে আসে মহামেডানের সামনে।

বর্তমানে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গোকুলাম কেরালা। অন্যদিকে ১৭ ম্যাচে সাদা-কালো ব্রিগেডের পয়েন্ট ৩৭। তাই আজকের ম্যাচে ড্র করলেই শিরোপা ডিফেন্ড করবে ২০১৭ সালে জন্ম নেওয়া ক্লাব গোকুলাম। কিন্তু আই লিগ জয়ের জন্য মহামেডানের জয়ের কোনো বিকল্প নেই। আজ জিতলে সাদা-কালো ব্রিগেডেরও পয়েন্ট ৪০ হবে। তবে মুখোমুখি সাক্ষাতের বিচারে চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান।

আই লিগ জয়ের এতো কাছে এর আগে কোনোদিন আসেনি মহামেডান। প্রায় এক দশক ধরে আই লিগের দ্বিতীয় ডিভিশনে আটকে ছিলো তারা। গত মরশুমেই আই লিগে উন্নতি হয় তাদের। ২০২১ সালে কোচ আন্দ্রে চেরনিশভ দায়িত্ব নেওয়ার পর থেকে দলের ছবি পাল্টে গিয়েছে।

কোথায় হবে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ?

১৪ মে (শনিবার) আই লিগের শিরোপা নির্ধারক ম্যাচে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে গোকুলাম কেরালা এবং মহামেডান স্পোর্টিং।

কখন হবে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ?

শনিবার সন্ধ্যা সাতটা থেকে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ শুরু হবে।

কোথায় গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ দেখা যাবে?

আই লিগের ফেসবুক পেজ থেকে লাইভ দেখা যাবে এই ম্যাচ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in