

গত আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরে আগামী মরসুমে আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে মহামেডানের বড়ো সমস্যা ছিল ইনভেস্টর। অবশেষে সেই সমস্যা মিটলো।
বাঙ্কারহিলের সঙ্গে যুক্ত হল রাহুল টোডির শ্রাচী গ্রুপ। মূলত সৌরভ গাঙ্গুলির অনুরোধেই মহামেডানে ইনভেস্ট করলেন রাহুল টোডি। মহামেডানের সঙ্গে তিন বছরের চুক্তি হল শ্রাচী গ্রুপের। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু’বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহামেডানের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর হল। বাকি শেয়ার থাকবে ক্লাবের হাতে।
ইনভেস্টর সমস্যায় জর্জরিত মহামেডান কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলিকে ইনভেস্টর এনে দেওয়ার দাবি জানিয়েছিলেন। সৌরভের হস্তক্ষেপেই ইনভেস্টর পেল মহামেডান স্পোর্টিং। এই শ্রাচী গ্রুপ আবার একদিকে যেমন ইস্টবেঙ্গলের ক্রিকেট টিম চালায় অন্যদিকে আইএফএর-ও কলকাতা লিগে স্পনসর।
ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, আর কোনো সমস্যাই রইল না এবারে আমরা ভালোভাবে আইএসএলে দল করতে পারব। প্রসঙ্গত, মোহনবাগান আর ইস্টবেঙ্গল ২০২০-২১ মরসুম থেকে ইনভেস্টর জোগাড় করে আইএসএলে খেলে। তবে মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে খেলবে আইএসএল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন