CFL: রেফারির ভূমিকায় অসন্তুষ্ট সমর্থকরা, হাতাহাতিতে জড়ালেন ইস্টবেঙ্গল ও মহামেডান ফুটবলাররা

People's Reporter: এদিন ম্যাচ শেষে বাঁশি বাজানোর পরও দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে দুই ক্লাবের কর্মকর্তারা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন।
মহামেডানের কাছে হারলো ইস্টবেঙ্গল
মহামেডানের কাছে হারলো ইস্টবেঙ্গলছবি - মহামেডান স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ
Published on

মিনি ডার্বি জিতেও রেফারির ভূমিকায় অসন্তুষ্ট মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে হার নিয়ে কোনো অজুহাত দিতে চাননি ইস্টবেঙ্গল কোচ।

হার দিয়েই কলকাতা লিগের সুপার সিক্সের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। বুধবার কিশোরভারতীতে ২-১ গোলে মহামেডানের কাছে হারতে হল লাল হলুদ ব্রিগেডকে। এর ফলে ১৪ ম্যাচে মহামেডানের সংগ্ৰহ ৩৫ পয়েন্ট। অন্যদিকে ইস্টবেঙ্গলের সংগৃহীত পয়েন্ট ১৩ ম্যাচে ৩০।

এদিন ম্যাচে রেফারি নিয়ে অনেক প্রশ্ন ছিল। যদিও এই প্রসঙ্গে ম্যাচের নায়ক টিম ডেভিড জানান, "ম্যাচের শুরুতে দুটো গোল করে আমি খুব খুশি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছি সেটা বড় বিষয় নয়। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতে পেরেছি, এটা বেশ ভাল লাগছে। আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। ম্যাচ শেষ, ওদেরও এবার ভুলে যেতে চাই। ওদের নিয়ে কোনও প্রশ্ন নয়।"

মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, "রেফারিদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে। শুধু কলকাতা লিগ নয়, ডুরান্ড এবং আইএসএলেও রেফারিং ঠিক হচ্ছে না।"

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, "আমরা পুরোটাই ইস্টবেঙ্গল পরিবারের অংশ। সিনিয়র প্লেয়াররা আমাদের ছোটদের সাহায্য করতে এসেছিল। আজ দিন ছিল না। আশা করি পরের ম্যাচে নিশ্চয় জিততে পারব। সিনিয়র দল থেকে আগেও অনেকে খেলেছে। ওরা ছোটদের সঙ্গে খেললে ছোটরাও মানসিক ভাবে শক্তিশালী হয়। সমর্থকরা হতাশ হবেন না। এখনও ম্যাচ বাকি রয়েছে"।

উল্লেখ্য, এদিন ম্যাচ শেষে বাঁশি বাজানোর পরও দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে দুই ক্লাবের কর্মকর্তারা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন।

মহামেডানের কাছে হারলো ইস্টবেঙ্গল
ICC ODI Rankings: আইসিসি র‍্যাঙ্কিংয়ে 'মিঞা ম্যাজিক' - অজি তারকাকে টপকে ফের শীর্ষ স্থানে সিরাজ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in