Mohammedan SC: আইএসএল শুরুর আগেই সমস্যায় মহামেডান, সরে গেল ইনভেস্টর

People's Reporter: সরে গেল প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল। কিছুদিন আগে চুক্তি করা রাহুল টোডির শ্রাচী স্পোর্টসও সরে গিয়েছে।
মহামেডানে আসছে নতুন ইনভেস্টর
মহামেডানে আসছে নতুন ইনভেস্টরছবি - সংগৃহীত
Published on

আইএসএল ২০২৪-২৫ মরসুমে প্রবেশ করেছে মহামেডান স্পোর্টিং। ১৬ সেপ্টেম্বর কিশোরভারতীতে তারা আইএসএলের অভিযানও শুরু করবে। কিন্তু আইএসএল শুরু হওয়ার আগেই অস্বস্তিতে পড়ল তারা। ইনভেস্টর সরে গেল।

সরে গেল প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল আর কিছুদিন আগে চুক্তি করা রাহুল টোডির শ্রাচী স্পোর্টসও। শ্রাচীর সঙ্গে মহামেডান ক্লাবের তিন বছরের চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি আপাতত হচ্ছে না।

বাঙ্কারহিল সূত্রে জানা গেছে, দুই সংস্থার মধ্যে একটি টার্মশিট সইয়ের কথা ছিল। তবে একাধিক পরিবর্তন চান মহামেডান কর্তারা। প্রথমে ঠিক হয়েছিল বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে দু'জন ক্লাবের, দু'জন বাঙ্কারহিলের এবং দু'জন শ্রাচী স্পোর্টসের কর্তা থাকবেন। যারা ফুটবল দলের দেখভাল করবে অর্থাৎ মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মত। কিন্তু হঠাৎ ক্লাব কর্তারা বোর্ড অফ ডিরেক্টরে তাঁদের পাঁচজন সদস্যকে চান। যা ইনভেস্টর হিসেবে মেনে নেয়নি বাঙ্কারহিল। এছাড়াও বোর্ডের চেয়ারম্যান হিসেবে ক্লাবের লোক চাইছিল ক্লাব কর্তাদের। এছাড়াও বাঙ্কারহিলকে ৬১ শতাংশ শেয়ার দেওয়ার কথা ছিল মহামেডানের।‌ কিন্তু সেই শেয়ার এখনও ট্রান্সফার হয়নি। এই শেয়ার এখনও ক্লাবের কর্তাদের নামেই আছে।

বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং বলেন, 'আমি গত চার বছর ধরে অনেক চেষ্টা করেছি ক্লাবকে একটা ভাল জায়গায় নিয়ে যাওয়ার। সেদিকেই আমরা এগোচ্ছিলাম। বাঙ্কারহিল আইএসএল খেলার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হচ্ছে। তবে আর থাকতে পারলাম না। আশা করি কর্তারা ভালো ক্লাব চালাবে।'

এই অবস্থায় ইউটার্ন নিল ক্লাব। পিপলস রিপোর্টারকে মহামেডান সচিব ইস্তেয়াক আহমেদ রাজু জানান, কেনো দীপক সিং ফেসবুকে এমন ঘোষণা করলেন জানি না। এতদিন ওরা আমাদের সঙ্গে ছিল। সমস্যা তো হতেই পারে। আলোচনার মাধ্যমেই মেটে। আমরা রাহুল টোডিকে বোর্ডের চেয়ারম্যান মেনে নেব। এটা সাপোর্টারদের ক্লাব। এমন চুক্তি করব যাতে ভবিষ্যতে কেউ কিছু বলতে না পারে।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in