

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে একের পর এক কীর্তি রচনা করেছেন একদিবসীয় ক্রিকেটে ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। আগেই মহিলাদের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তকমা জুড়েছে মিতালির মুকুটে। রবিবার আরও এক নতুন পালক লাগলো সেখানে। একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
প্রয়োজন ছিলো ২৬ রানের। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭১ বলে ৪৫ রানের ইনিংস খেলে ৭,০০০ রান টপকে গেলেন তিনি। এখন ২১৩ ম্যাচের ১৯২ ইনিংসে মিতালির রান সংখ্যা ৭০১৯। একদিনের কেরিয়ারে ৩৮ বর্ষীয় মিতালির রয়েছে ৭ টি শতরান এবং ৫৪ টি অর্ধশতরান।
মহিলাদের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের শার্লোটি এডওয়ার্ডস। ১৯১ ম্যাচের ১৮০ ইনিংসে এডওয়ার্ডসের সংগ্রহ ৫,৯৯২ রান। ১১৮ ম্যাচের ১১৪ ইনিংসে ৪,৮৪৪ রান করে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১০,০০০ রান সংগ্রহের এলিট ক্লাবে যোগ দেন মিতালি। অপরজন হলেন ইংল্যান্ডের শার্লোটি এডওয়ার্ডস। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান এডওয়ার্ডসেরই (১০,২৭৩) দখলে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন