প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন মিতালী রাজ

মিতালী রাজ
মিতালী রাজফাইল ছবি সংগৃহীত
Published on

মিতালি রাজের মুকুটে নতুন পালক। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার এবং বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

শুক্রবার লখনউএ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নেমেছিলো ভারত। ম্যাচের ২৮ নম্বর ওভারে অ্যানে বোচকে বাউন্ডারি মেরে এই কৃতিত্ব অর্জন করলেন একদিবসীয় ক্রিকেটে ভারতের মহিলা দলের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্মাট মিলিয়ে দশ হাজার রানের নজির ছিলো একমাত্র ইংল্যান্ডের শার্লোটি এডওয়ার্ডসের। এদিন ৩৮ বর্ষীয় মিতালি শার্লোটির এলিট ক্লাবে যোগ দিলেন।

মিতালির এই কৃতিত্বের পর বিসিসিআই থেকে শুরু করে শচীন তেন্ডুলকর - সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন ব্যাট হাতে মিতালি ৫০ বলে ৩৬ রান করেন। মাইলফলক স্পর্শ করার পরেই ফিরে যেতে হয় তাঁকে। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৫ টি বাউন্ডারির মাধ্যমে। এই রানের পর ২১১ টি একদিবসীয় ম্যাচে তাঁর রানের সংখ্যা ৬৯৭৪। ১০ টি টেস্ট ম্যাচ খেলে রান করেছেন ৬৬৩ এবং ৮৯ টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২৩৬৪ রান।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in