IPL 2022: ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের মেগা নিলামে মিকো দর্জি

দার্জিলিঙে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে মিকোর। ধোনিকে আইডল মেনে প্র্যাকটিস শুরু করেন তিনি। ২০২১ সালে ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লীগে খেলেছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির সাথে মিকো দর্জি
মহেন্দ্র সিং ধোনির সাথে মিকো দর্জিছবি সংগৃহীত

আইপিএলের আসন্ন মেগা নিলামে ৪১ জন আইসিসির অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার অংশ নিচ্ছেন। অ্যাসোসিয়েট দেশের বেশ কিছু ক্রিকেটার আইপিএলের মঞ্চে খেলেছেন। যার মধ্যে নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে অন্যতম। এবার সেই লামিচানেরই পড়শি দেশ ভুটান থেকে আইপিএলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য নিলামে লড়াই চালাবেন মিকো দর্জি। ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের নিলামে অংশ নিয়েছেন মিকো।

দার্জিলিঙের সেন্ট জোসেফ স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে মিকোর। মহেন্দ্র সিং ধোনিকে আইডল মেনে প্র্যাকটিস শুরু করেন তিনি। ২০২১ সালে ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লীগে খেলেছেন তিনি। তবে মিকোর লক্ষ্য আইপিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলার।

ভারতের নামী এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ২২ বর্ষীয় মিকো জানান, "আইপিএলে খেলাটা আমার সবথেকে বড় স্বপ্ন। আইপিএলের নিলামের তালিকা আমার বন্ধুরা দেখেছে। সেখানে আমার নাম দেখার পরে অনেকেই আমাকে ফোন করেছিল। সত্যি কথা বলতে আমি নিজেও এটা জানি এই নিলামের ছোট হওয়া চূড়ান্ত খসড়াতে আমার নাম থাকবে না। তবে এই নাম নথিভুক্ত করাটাও ভুটান ক্রিকেটের জন্য খুব বড় বিষয়। ভবিষ্যতে যদি কোনও ফ্রাঞ্চাইজি ভুটানের কোনও ক্রিকেটারকে নেয় তাহলে তা খুব বড় ব্যাপার হবে। ভুটানের ফুটবলার চেঞ্চো ইন্ডিয়ান সুপার লিগে খেলেছে, যা খুব বড় বিষয়। মানুষ উপলব্ধি করেছে এই খেলার মধ্যে দিয়ে তারা ভালো টাকা উপার্জন করতে পারবে। ভালো ক্যারিয়ার গড়তে পারবে যদি তারা আইপিএলে জায়গা করে নিতে পারে।"

উল্লেখ্য, ২০১৭ সালে আইসিসির অ্যাসোসিয়েট দেশের মর্যাদা পায় ভুটান। বর্তমানে আইসিসি র‌্যাংকিংএ তাদের স্থান ৭৬। ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলে ইতিহাস রচনা করবেন মিকো।

মহেন্দ্র সিং ধোনির সাথে মিকো দর্জি
IPL 2022: মেগা নিলামে নেই ক্রিস গেইল, বেন স্টোকস, জোফরা আর্চার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in