Miami Open: টুর্নামেন্টের শীর্ষ বাছাইদের হারিয়ে মিয়ামি ওপেনের শেষ আটে রোহন-শাপোভালোভ জুটি

টুর্নামেন্টের শীর্ষ বাছাই নিকোলা মেকতিচ-মেট পাভিচ জুটিকে স্ট্রেট সেটে হারিয়েছেন ইন্দো-কানাডিয়ান জুটি। ম্যাচের ফলাফল রোহন-শাপোভালোভের পক্ষে ৬-৩, ৭-৬ (৩)।
রোহন-শাপোভালোভ জুটি
রোহন-শাপোভালোভ জুটিফাইল চিত্র সংগৃহীত

মিয়ামি ওপেনে নিজের ছন্দ বজায় রেখেছেন রোহন বোপান্না। কানাডার ডেনিশ শাপোভালোভের সঙ্গে জুটি বেঁধে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন রোহন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই নিকোলা মেকতিচ-মেট পাভিচ জুটিকে স্ট্রেট সেটে হারিয়েছেন ইন্দো-কানাডিয়ান জুটি। ম্যাচের ফলাফল রোহন-শাপোভালোভের পক্ষে ৬-৩, ৭-৬ (৩)।

মিয়ামি ওপেনে অবাছাই জুটি হিসেবে খেলতে নেমে দুরন্ত ফর্ম দেখাচ্ছেন রোহন-শাপোভালোভ। এই ম্যাচের আগের রাউন্ডে এল সালভাদোরের মার্সেলোয়া আভরেভালো ও নেদারল্যান্ডসের জিন-জুয়েন রোজারকে হারিয়ে ছিলেন রোহনরা। এবার শীর্ষ বাছাই ক্রোয়েট জুটিকেও পরাস্ত করলেন তাঁরা।

শেষ আটে বোপান্না-শাপোভালোভ জুটির প্রতিপক্ষ টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ওয়েসলি কুলহফ-নিল স্কুপ্সকি জুটি। ডাচ-ব্রিটিশ জুটিকে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহন বোপান্না আর ডেনিস শাপোভালোভ। দ্বিতীয় রাউন্ডে পেড্রো মার্টিনেজ আর লরেঞ্জো সোনেগো জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন ডাচ-ব্রিটিশ জুটি।

আরেক ভারতীয় তারকা সানিয়া মির্জাও মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে বেলজিয়ান তারকা কার্স্টেন ফ্লিপকেন্সের সঙ্গে জুটি বেঁধে নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে নামছেন। তাঁদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সপ্তম বাছাই ডেসিরাই ও ডেমি শার্স।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in