মেসির লাল কার্ড, বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো অ্যাথলেটিকো বিলবাও

স্প্যানিশ সুপার কাপ জয়ের পর অ্যাথলেটিকো বিলবাও দল
স্প্যানিশ সুপার কাপ জয়ের পর অ্যাথলেটিকো বিলবাও দলছবি অ্যাথলেটিকো বিলবাও-এর ট্যুইটারের সৌজন্যে

ফুটবল ক্লাব বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিলো অ্যাথেলেটিক বিলবাও। গতরাতে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস ম্যাচে মেসিদের ৩-২ ব্যবধানে পর্যুদস্ত করলো বিলবাও।

সেমিফাইনালে জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট পেয়েছিলো মার্সেলিনোর অ্যাথেলিটিক বিলবাও। অন্যদিকে রিয়েল সোসিদিয়েদকে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। সেমিফাইনালে কোম্যানের দলে ছিলেন না বার্সার মূল অস্ত্র লিওনেল মেসি। তবে গতরাতে আর্জেন্টাইন মহাতারকা প্রথম থেকেই ছিলেন বিলবাও-এর বিরুদ্ধে। লিও মেসি থাকলেও বিশেষ কিছু করে দেখাতে পারেননি তিনি। দলের হার এবং সেইসঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

এই ম্যাচে প্রথমার্ধের ৪০ মিনিটে আঁতোয়া গ্রিজম্যান গোল করে এগিয়ে দেন কাতালান ক্লাবটিকে। কিন্তু এর ঠিক ২ মিনিট পরেই অস্কার দি মার্কাস বিলবাওকে সমতা এনে দেন।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে জর্ডি আলবার পাস থেকে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন গ্রিজম্যান। তবে এই লীড তারা ৯০ মিনিট পর্যন্তই ধরে রাখতে সক্ষম হয়। নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে মার্সেলিনোকে সমতা এনে দেন অ্যাসিয়ের।

নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের শুরুর ৩ মিনিটেই ইনাকি উইলিয়ামস স্টেগানকে পরাস্ত করে বার্সার জালে জয়সূচক গোলটি করেন।

রেফারির শেষ হুইসেল বাজার ঠিক অল্প সময় আগেই এদিন মেজাজ হারিয়ে ফেললেন লিওনেল মেসি। বিলবাও-এর অ্যাসিয়ের ভিলালিব্রের মাথায় আঘাত করে বসেন তিনি। ভিএআরের সহায়তা নিয়ে লাল কার্ড দেখানো হয় মেসিকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in