অনন্য সম্মান পেলেন মেসি, কনমেবলের জাদুঘরে পেলে-মারাদোনার পাশেই এলএম টেন!

কনমেবলের জাদুঘর রয়েছে প্যারাগুয়েতে। এখানেই রয়েছে কিংবদন্তি পেলে-মারাদোনাদের ভাস্কর্য। তাঁদের পাশেই মোমের মূর্তি স্থাপন হলো মেসির।
লিওনেল মেসি
লিওনেল মেসিছবি লিও মেসির ফেসবুক পেজ

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসিকে অনন্য সম্মান দিল লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কনমেবল। কনমেবল সদর দফতরের জাদুঘরে পেলে-মারাদোনার ভাস্কর্যের পাশে জায়গা পেলো মেসির ভাস্কর্যও।

গত বছরের ১৮ ডিসেম্বর, নিজের ফুটবল কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্যটি পেয়েছিলেন লিওনেল মেসি। কাঙ্খিত বিশ্বকাপের সোনালী ট্রফি ধরা দিয়েছিল মেসির হাতে। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জেতে তাদের তৃতীয় বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জয়ের ১০০ দিন পূর্ন হতেই লিও ভক্তরা পেলেন দারুণ এই সংবাদ।

কনমেবলের জাদুঘর রয়েছে প্যারাগুয়েতে। এখানেই রয়েছে কিংবদন্তি পেলে-মারাদোনাদের ভাস্কর্য। তাঁদের পাশেই মোমের মূর্তি স্থাপন হলো মেসির। এই মূর্তি উন্মোচন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় কনমেবলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মেসি স্বয়ং। সেই অনুষ্ঠানের একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিএসজির মহাতারকা।

মূর্তি উন্মোচনের পর নিজের অনুভূতি জানিয়ে আর্জেন্টাইন মহাতারকা বলেন, "আমরা খুবই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি। এটা সত্যিই অনেক বড় ব্যাপার। আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল–আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করে যাওয়া। একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সব সময় ভালোবেসে এসেছি। আমি সব সময় উন্নতি করার চেষ্টা চালিয়ে গিয়েছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।"

এই অনুষ্ঠানে শুধু মেসি নয়, আর্জেন্টিনার ফুটবল দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সকলকেই সম্মান জানায় কনমেবল।

লিওনেল মেসি
Euro Cup Qualification: ফ্রান্সের কাছে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়ালো নেদারল্যান্ডস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in