'মেসি খাটো এবং আবর্জনা, রোনাল্ডো ভালো' - বিতর্কিত মন্তব্য জনপ্রিয় ইউটিউবারের

People's Reporter: আই শো স্পিড হলেন জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় তিনি। বিভিন্ন ফুটবলারদের নিয়ে মজার মজার রিয়্যাকশন ভিডিও বানান।
'মেসি খাটো এবং আবর্জনা, রোনাল্ডো ভালো' - বিতর্কিত মন্তব্য জনপ্রিয় ইউটিউবারের

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর সামনেই মেসিকে 'খাটো' এবং 'আবর্জনা'র সাথে তুলনা করলেন জনপ্রিয় ইউটিউবার আই শো স্পিড (IShowSpeed)। তাঁর মতে মেসির থেকে রোনাল্ডো অনেক ভালো প্লেয়ার। মেসিকে নিয়ে করা তাঁর মন্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আই শো স্পিড হলেন জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় তিনি। বিভিন্ন ফুটবলারদের নিয়ে মজার মজার রিয়্যাকশন ভিডিও বানান। এছাড়া অনেক ফুটবলারের সাক্ষাৎকারও নিয়েছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর বাড়ি যান তিনি। সেখানে গিয়ে রোনাল্ডোর ব্যালন ডি'অর দেখে কার্যত অবাক হয়ে যান ওই ইউটিউবার। তারপরই বিতর্কের সূত্রপাত।

রোনাল্ডো সেই মুহূর্তে বলেন, আমার থেকেও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যালন ডি'অর সংখ্যা অনেক বেশি। আমি মাত্র দু'বার পেয়েছি। প্রত্যুত্তরে স্পিড বলেন, 'না মেসি নয়, রোনাল্ডোর কাছে বেশী আছে। আমি মেসিকে পছন্দ করি না। কারণ সে খাটো (Short) এবং আবর্জনা (Trash) আমার কাছে। মেসির থেকে রোনাল্ডো অনেক ভালো'। তখনই রোনাল্ডো (ব্রাজিল) বলেন আমি দু'জনকেই ভালোবাসি।

ভিডিওগুলি মজার হলেও অনেক মেসি ভক্তই স্পিডের ওপর বেজায় চটেছেন। তাঁদের অভিযোগ, মজার ছলে মেসিকে অপমান করেছেন ইউটিউবার। আবার কেউ কেউ বলেন, ব্যক্তিগত ভাবে রোনাল্ডোকে ভালো লাগতেই পারে কিন্তু তার মানে এই নয় যে মেসিকে অপমান করতে হবে।

শুধু তাই নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বিরাট কোহলির নাম বলে তাঁকে চেনেন কিনা জিজ্ঞাসা করেন স্পিড। রোনাল্ডো অবশ্য নাম শুনে বিরাট কোহলিকে চিনতে পারেননি। বিরাটের ছবি দেখানোর পর তিনি বলেন, হ্যাঁ অবশ্যই চিনি বিরাটকে। কিন্তু এখানেও কিছুটা বিতর্কিত কথা বলেন স্পিড। বিরাটের ছবি দেখিয়ে বলেন, 'ইনি হলেন বিরাট কোহলি। বাবর আজমের থেকে অনেক ভালো'।

'মেসি খাটো এবং আবর্জনা, রোনাল্ডো ভালো' - বিতর্কিত মন্তব্য জনপ্রিয় ইউটিউবারের
মহম্মদ সালাহর সতীর্থকে সই করালো ইস্টবেঙ্গল
'মেসি খাটো এবং আবর্জনা, রোনাল্ডো ভালো' - বিতর্কিত মন্তব্য জনপ্রিয় ইউটিউবারের
IND vs AFG: আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে নেই কোহলি - পরেরগুলিতে থাকবে? কী জানালেন কোচ দ্রাবিড়?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in