WPL 2023: দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে সদ্য বিশ্বকাপ জেতা অজি অধিনায়ক! সহ-অধিনায়ক জেমিমা

অধিনায়ক হিসেবে ল্যানিংয়ের নাম ঘোষণা হওয়ার পর তিনি বলেন, এটা আমার জন্য খুবই গর্বের একটি মুহূর্ত। প্রথমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়া এবং তার পর তাদের নেতৃত্ব দেওয়া, দারুণ বিষয়।
দিল্লি ক্যাপিটালস দল
দিল্লি ক্যাপিটালস দলছবি - দিল্লি ক্যাপিটালসের ট্যুইটার হ্যান্ডেল

সদ্য অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন মেগ ল্যানিং। উইমেন্স প্রিমিয়ার লীগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়ভার এলো তার কাঁধেই। অজি অধিনায়কের ডেপুটি হিসেবে কাজ করবেন ভারতের জেমিমা রদ্রিগেজ।

মহিলাদের ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মেগ ল্যানিং। তাঁর হাত ধরে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচটি মেজর আইসিসি ট্রফি। চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একবার ওডিআই বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন নজির পুরুষ অথবা মহিলাদের ক্রিকেটে অন্য কারোরই নেই। তাই দিল্লি ক্যাপিটালসে মেগ ল্যানিং থাকায় অধিনায়ক হিসেবে তাঁকে ছাড়া আর কাকে দেওয়া হবে অধিনায়কত্বের গুরু দায়িত্ব!

অধিনায়ক হিসেবে ল্যানিংয়ের নাম ঘোষণা হওয়ার পর তিনি বলেন, "এটা আমার জন্য খুবই গর্বের একটি মুহূর্ত। প্রথমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়া এবং তার পর তাদের নেতৃত্ব দেওয়া, দারুণ বিষয়। এখানে নিজেকে উপভোগ করা, নিজের সেরাটা দেওয়া- সবটাই বড় চ্যালেঞ্জ। মহিলা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাওয়াটা বিশাল বিষয়। ক্রিকেট হল ভারতে মানুষের জীবন এবং ডব্লিউপিএল-এর মতো টুর্নামেন্টে জড়িত থাকাটা উন্মাদনার।"

শুধু মেগ ল্যানিং নন, অস্ট্রেলিয়ার আরও দুই তারকা আসন্ন উইমেন্স প্রিমিয়ার লীগে অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক হয়েছেন অ্যালিসা হিলি এবং গুজরাট জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি।

উইমেন্স প্রিমিয়ার লীগে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পেয়েছেন জোনাথান ব্যাটি। ওভাল ইনভিনসিবলস মহিলা দলকে ২০২১ ও ২০২২ সালে 'দ্য হান্ড্রেড' খেতাব জেতানো ছাড়াও মহিলাদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স এবং সারে মহিলা দলের কোচের দায়িত্ব পালন করেছেন। সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে হেমলতা কালা ও লিজা কেইটলিকে।

দিল্লি ক্যাপিটালস দল
FA Cup: রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in