

ভারতের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা ওম্যানস চ্যাম্পিয়ন্স লীগে খেলার নজির গড়লেন মণীষা কল্যাণ। বৃহস্পতিবার সাইপ্রাসের এনগোমিতে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অ্যাপোলন লেডিস এফসির হয়ে অভিষেক ঘটে মনীষার।
৬০ মিনিটে সাইপ্রাসের মারিলেনা জর্জিউর বদলি হিসেবে মাঠে নামেন ২০২১-২২ মরশুমে ভারতের এই বর্ষসেরা মহিলা ফুটবলার। উদ্বোধনী ম্যাচে গতরাতে লাটভিয়ান ক্লাব এসএফকে রিগাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মণীষার দল অ্যাপোলন লেডিস।
ভারতের চতুর্থ মহিলা ফুটবলার হিসেবে বিদেশী ক্লাবে নাম লিখিয়েছেন মণীষা। জাতীয় দল এবং ভারতীয় মহিলা লীগে (IWL) গোকুলম কেরালার হয়ে অসাধারণ এক মরশুম কাটিয়ে সাইপ্রাসের শীর্ষ বিভাগের বিজয়ী দল অ্যাপোলন লেডিসের সাথে বড় চুক্তি করেছেন ২০ বর্ষীয় ভারতীয় তারকা।
গত বছর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে গোল করে শিরোনামে এসেছিলেন। তারপর দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আরও তুলে ধরেছেন। এবার বিদেশের মাটিতে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগীতা উয়েফা ওম্যানস চ্যাম্পিয়নস লীগেও রং ছড়ানোর জন্য অভিষেক ঘটিয়ে ফেলেছেন ভারতীয় তরুণী।
অ্যাপোলন লেডিসের পরবর্তী ম্যাচ রয়েছে ২১ শে আগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিপক্ষে। এই ম্যাচেও মাঠে দেখা যেতে পারে মণীষাকে। উল্লেখ্য, গোকুলাম কেরালার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিদেশী ক্লাবের হয়ে খেলতে গিয়েছেন মণীষা কল্যাণ। তাঁর আগে ডাংমেই গ্রেস উজবেক দল এফসি নাসাফে যোগ দিয়েছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন