Manisha Kalyan: ভারতের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা ওম্যানস চ্যাম্পিয়ন্স লীগে খেলার নজির মণীষার

গত বছর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে গোল করে শিরোনামে এসেছিলেন।
মণীষা কল্যাণ
মণীষা কল্যাণফাইল চিত্র

ভারতের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা ওম্যানস চ্যাম্পিয়ন্স লীগে খেলার নজির গড়লেন মণীষা কল্যাণ। বৃহস্পতিবার সাইপ্রাসের এনগোমিতে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অ্যাপোলন লেডিস এফসির হয়ে অভিষেক ঘটে মনীষার।

৬০ মিনিটে সাইপ্রাসের মারিলেনা জর্জিউর বদলি হিসেবে মাঠে নামেন ২০২১-২২ মরশুমে ভারতের এই বর্ষসেরা মহিলা ফুটবলার। উদ্বোধনী ম্যাচে গতরাতে লাটভিয়ান ক্লাব এসএফকে রিগাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মণীষার দল অ্যাপোলন লেডিস।

ভারতের চতুর্থ মহিলা ফুটবলার হিসেবে বিদেশী ক্লাবে নাম লিখিয়েছেন মণীষা। জাতীয় দল এবং ভারতীয় মহিলা লীগে (IWL) গোকুলম কেরালার হয়ে অসাধারণ এক মরশুম কাটিয়ে সাইপ্রাসের শীর্ষ বিভাগের বিজয়ী দল অ্যাপোলন লেডিসের সাথে বড় চুক্তি করেছেন ২০ বর্ষীয় ভারতীয় তারকা।

গত বছর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে গোল করে শিরোনামে এসেছিলেন। তারপর দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আরও তুলে ধরেছেন। এবার বিদেশের মাটিতে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগীতা উয়েফা ওম্যানস চ্যাম্পিয়নস লীগেও রং ছড়ানোর জন্য অভিষেক ঘটিয়ে ফেলেছেন ভারতীয় তরুণী।

অ্যাপোলন লেডিসের পরবর্তী ম্যাচ রয়েছে ২১ শে আগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিপক্ষে। এই ম্যাচেও মাঠে দেখা যেতে পারে মণীষাকে। উল্লেখ্য, গোকুলাম কেরালার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিদেশী ক্লাবের হয়ে খেলতে গিয়েছেন মণীষা কল্যাণ। তাঁর আগে ডাংমেই গ্রেস উজবেক দল এফসি নাসাফে যোগ দিয়েছিলেন।

মণীষা কল্যাণ
Mohammed Siraj: কাউন্টি ক্রিকেটে এবার মহম্মদ সিরাজ, খেলবেন ওয়ারউইকশায়ারের হয়ে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in