EFL Cup: নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ইএফএল কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

দুই লেগ মিলিয়ে মোট ৫-০ এগ্রিগেটে ফাইনালে পৌঁছালো এরিক টেন হ্যাগের দল। আর বুধবারের জয়ের ফলে, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে টানা ১২ ম্যাচ জিতলো ম্যান ইউ।
ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডছবি - ম্যানচেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেল

নটিংহ্যাম ফরেস্টের মাঠে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে আগেই ফাইনালের রাস্তা প্রশস্ত করে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ওল্ড ট্রাফোর্ডে কোনো নাটকীয়তার জন্ম দিতে পারলো না ফরেস্ট। ২-০ ব্যবধানে সহজেই ম্যাচ জিতে ইএফএল কাপের ফাইনালে জায়গা করে নিল রেড ডেভিলরা। দুই লেগ মিলিয়ে মোট ৫-০ এগ্রিগেটে ফাইনালে পৌঁছালো এরিক টেন হ্যাগের দল। আর বুধবারের জয়ের ফলে, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে টানা ১২ ম্যাচ জিতলো ম্যান ইউ।

বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও শুরু থেকে আধিপত্য দেখায় ইউনাইটেড। কিন্তু নিশ্চিত সুযোগ প্রথমার্ধে খুব বেশি মেলেনি। সুযোগ এসেছিল নটিংহ্যাম ফরেস্টেরও। তবে তারাও ব্যর্থ হয়। প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে একটি ভালো সুযোগ পায় রেড ডেভিলরা। তবে বক্সে একজনকে কাটিয়ে তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোর নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পাঁচ মিনিট পর ক্যাসিমিরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুটা চাপের মধ্যেই পড়ে ইউনাইটেড। অবশেষে ৭৩ মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় টেন হ্যাগের দল। ডি-বক্সে ঢোকার মুখে মার্কাস র‍্যাশফোর্ডকে পাস বাড়িয়ে এগিয়ে যান চোট কাটিয়ে ফেরা মার্সিয়াল, আর ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের শটে তিনি খুঁজে নেন ঠিকানা।

১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী ইউনাইটেডের দ্বিতীয় গোলটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। আবারও পাস বাড়ান র‍্যাশফোর্ড। ইংলিশ মিডফিল্ডারের কাছ থেকে পাওয়া বল সহজেই প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ফ্রেড। আগামী ২৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেড
IND vs AUS: ভিসা পাননি! অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারকে ছাড়াই ভারতে আসছে কামিন্স বাহিনী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in