IPL 2023: 'মাহিও মানুষ, ওর আবেগ থাকা স্বাভাবিক' - আর কী বললেন ধোনির ছোটবেলার কোচ?

কেশব ব্যানার্জি বলেন, মাহির আবেগ আসা তো অস্বাভাবিক কিছু না। প্রথম বছর থেকেই চেন্নাইতে আছে। ভালো মন্দ সবকিছু দেখছে। হাতে ধরে তৈরী করেছে। এবার ওকে যেমন ভালোবাসা দিল দর্শকরা এটা তো স্বাভাবিকই।
কেশব বন্দোপাধ্যায়ের সাথে ধোনি
কেশব বন্দোপাধ্যায়ের সাথে ধোনিছবি - সংগৃহীত

দুটো বিশ্বকাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি ঝুলিতে। জিতেছেন অসংখ্য বড় টুর্নামেন্ট। জিতেছেন একাধিক আইপিএলও। কিন্তু কখনও মহেন্দ্র সিং ধোনিকে আবেগে ডুবে যেতে দেখা যায়নি।

জিত হোক বা হার সবসময় ক্যাপ্টেন কুল আবেগকে কফিনে বন্দি করে রাখেন। কিন্তু কেরিয়ারের শেষ সময় এসে বোধহয় আবেগকে ধরে রাখতে পারলেন না। ১ বল খেলে শূন্য রান করে আইপিএল ফাইনালে আউট হন। এরপর ক্যামেরার ফোকাসে ছিলেন মাহি। দেখে মনে হচ্ছিলো চোখ ছলছল করছে তাঁর। আর জেতার পরে রবীন্দ্র জাদেজাকে কোলে তুলে নিলেন। এমন আবেগের স্রোতে মাহিকে দেখেনি ক্রিকেট বিশ্ব।

ধোনি তৈরীর কারিগর অর্থাৎ তাঁর ছোটবেলার কোচ কেশব ব্যানার্জি বলেন, 'আরে মাহি ও তো মানুষ। আবেগ আসা তো অস্বাভাবিক কিছু না। প্রথম বছর থেকেই চেন্নাইতে আছে। ভালো মন্দ সবকিছু দেখছে। হাতে ধরে তৈরী করেছে। এবার ওকে যেমন ভালোবাসা দিল দর্শকরা এটা তো স্বাভাবিকই। আমার এই আবেগ ভালোই লেগেছে'।

তিনি আরও বলেন, ধোনি নিজে থেকে ট্রফি জয়ের পরে আগামী আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। আসলে ধোনি চলে গেলে লিডারশিপ দেওয়ার কেউ নেই। রুতুরাজ গায়েকোড়কে যদি অধিনায়ক হয় তাহলে ওর খেলায় প্রভাব পড়বে। বেন স্টোকসকে বোঝা যাচ্ছে না পরের মরশুমে কতটা ফিট থাকবেন। এদিকে একজন ভালো উইকেটকিপার নিয়ে দল তৈরী করতে হবে। সবকাজ ধোনিকেই করতে হবে সেই কারণে ও হটাৎ করে ছাড়তে চাইছে না।

কেশব বন্দোপাধ্যায়ের সাথে ধোনি
'আমার তরফ থেকে উপহার' - অবসর নিয়ে ভক্তদের বড় আপডেট দিলেন ধোনি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in