Madrid Open: সিমোনা হালেপকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এলিস মের্টেন্স

টুর্নামেন্টের ১৩ নম্বর বাছাই এলিস প্রথমে পিছিয়ে থাকলেও শেষ দুই সেটে তৃতীয় বাছাই হালেপকে পর্যুদস্ত করে দেন। ম্যাচের ফলাফল এলিস মের্টেন্সের পক্ষে ৪-৬, ৭-৫, ৭-৫।
এলিস মের্টেন্স
এলিস মের্টেন্সএলিস মের্টেন্স-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপকে হারিয়ে চলতি মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন বেলজিয়ান টেনিস স্টার এলিস মের্টেন্স। টুর্নামেন্টের ১৩ নম্বর বাছাই এলিস প্রথমে পিছিয়ে থাকলেও শেষ দুই সেটে তৃতীয় বাছাই হালেপকে পর্যুদস্ত করে দেন। ম্যাচের ফলাফল এলিস মের্টেন্সের পক্ষে ৪-৬, ৭-৫, ৭-৫।

বেলজিয়ান মের্টেন্স মাদ্রিদের ক্লে কোর্টে সিমোনাকে পরাজিত করতে সময় নেয় ২ ঘন্টা ৩৩ মিনিট। প্রথম সেটে সিমোনা হালেপ জয় ছিনিয়ে নেয় ৬-৪ সেটে। এই সেট ৪০ মিনিটেই শেষ হয়। দ্বিতীয় এবং তৃতীয় সেটে এলিস মের্টেন্স চেপে ধরে রোমানিয়ান নম্বর থ্রি'কে। দুটি সেটই জিতে নেয় ৭-৫ ব্যবধানে। দ্বিতীয় সেটটি চলে ৫২ মিনিট এবং তৃতীয়টি এক ঘন্টা। এই নিয়ে সিমোনার বিরুদ্ধে ৬ বারের সাক্ষাতে এলিস মের্টেন্স জয় পেলেন দ্বিতীয় বার এবং ক্লে কোর্টে প্রথম বার।

দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা সিমোনা হালেপ বর্তমানে মহিলাদের মধ্যে তিন নম্বর র‍্যাঙ্কিং-এ রয়েছেন। শীর্ষ পাঁচ র‍্যাঙ্কিং-এ থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে এলিস মের্টেন্সের এটি ষষ্ঠ জয়। কোয়ার্টারে ফাইনালে মের্টেন্স আবার মুখোমুখি হবেন তারই ডবল পার্টনার বেলারুশের আরিনা সাবালেনকার। সাবালেনকার আমেরিকান জেসিকা পেগুলাকে মাত্র ৫২ মিনিটেই ৬-১ এবং ৬-২ ফলে স্ট্রেট সেটে উড়িয়ে কোয়ার্টারে উঠেছে। টুর্নামেন্টের ৫ নম্বর বাছাই সাবালেনকার এবং এলিস মের্টেন্স, দুজনেই স্পেনে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন।

অন্য দুই ম্যাচে দুই বাছাই খেলোয়াড়কে হারতে হয়েছে দুই অবাছাই রাশিয়ানের কাছে। ১১ নম্বর বাছাই আমেরিকার জেনিফার ব্র্যাডি ৭-৫,৬-৭(৮),৬-৩ সেটে হেরেছে অবাছাই আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কাছে। অন্য এক ম্যাচে ১৬ নম্বর বাছাই গ্রিসের মারিয়া সাক্কারিকে ৬-০, ৬-৭(৯),৭-৫ সেটে হারিয়েছেন অবাছাই রাশিয়ান ক্যারোলিনা মুচোভা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in