Madrid Open: সেমিফাইনালে জকোভিচ, স্বদেশীয় প্রতিপক্ষের কাছে হেরে বিদায় রাফায়েল নাদালের
মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিলেন স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল। স্বদেশীয় প্রতিপক্ষ কার্লোস আলকারাজের বিপক্ষে তিন সেটের লড়াইয়ে হার মানতে হলো পাঁচ বারের মাদ্রিদ ওপেন বিজয়ী নাদালকে। একইদিনে পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। নাদাল ও জকোভিচের দ্বৈরথ থেকে বঞ্চিত হতে হলেও সেমিফাইনালে যে থ্রিলিং ম্যাচ অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
বিশ্ব র্যাংকিং-এর ১৪ নম্বর তারকা হুবার্ট হুরকাজের বিপক্ষে জয় তুলে নিতে বিশেষ সমস্যার মুখে পড়তে হয়নি জকোভিচকে। পোলিশ তারকাকে ১ ঘন্টা ২০ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-৪ সেটে হারান শীর্ষ বাছাই জকোভিচ। এই জয়ের সাথে সাথেই সপ্তম বারের জন্য মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে পৌঁছে যান নোভাক। তিন বারের মাদ্রিদ ওপেন বিজয়ী সার্বিয়ান তারকা চলতি বছরের প্রথম শিরোপা অর্জনের লড়াইয়ে সেমিফাইনাল খেলবেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের বিপক্ষে।
অন্যদিকে পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফেরা নাদাল কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় প্রতিপক্ষ কার্লোস আলকারাজের বিপক্ষে হার মেনে নিলেন। বিশ্ব র্যাংকিং-এর ৯ নম্বর তারকা আলকারাজ প্রথম সেটে একতরফা ভাবে ৬-২ ব্যবধানে জয় তুলে নেয়। দ্বিতীয় সেটে অবশ্য আলকারাজকে দাঁড়াতেই দিলেন না নাদাল। ১-৬ সেটে ম্যাচ জিতে প্রত্যাবর্তন করেন তিনি। তবে তৃতীয় সেটে শুরুটা ভালো না হওয়ায় স্বদেশীয় প্রতিপক্ষের কাছে ৬-৩ সেটে হার মানতে হয় ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে। ২ ঘন্টা ২৭ মিনিট ধরে চলে এই ম্যাচ।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

