CFL: 'আইএফএ সব জেনেও চুপ' - কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ মদন মিত্রের!

People's Reporter: মদন মিত্র বলেন, আমরা ময়দানে গড়াপেটার শিকার। আইএফএ সব জেনেও চুপ।একটা দল ৯ ম্যাচে ১০টা গোল করল। আর ১১ ম্যাচে এসে ২৩ গোল হয়ে গেল!
মদন মিত্র
মদন মিত্রফাইল ছবি সংগৃহীত

কলকাতা লিগে প্রথম ডিভিশনে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব প্রথম ডিভিশনে খেলে। কিন্তু তারা গড়াপেটার জন্যই পরের রাউন্ডে যেতে পারেনি বলে অভিযোগ তৃণমূল বিধায়কের।

মদন মিত্র বলেন, 'আমরা ময়দানে গড়াপেটার শিকার। আইএফএ সব জেনেও চুপ।একটা দল ৯ ম্যাচে ১০টা গোল করল। আর ১১ ম্যাচে এসে ২৩ গোল হয়ে গেল! ও লাভলি। যে দল গড়াপেটা করে তাদের নাম মুখে আমি আনবো না।'

তিনি আরও বলেন, 'আমি মদন মিত্র, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসাবে বলছি আইএফএ অফিসের সামনে ধর্না দেব। কী করবেন? গুলি চালাবেন? দরকারে আইনি পদক্ষেপও নেব। যদি তৃণমূল সরকার না থাকত তাহলে আমার বেশি সময় লাগত না আইএফএ অফিসটা তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিতে।'

অনুশীলনী ক্লাব শেষ দু ম্যাচে ১৩ গোল দিয়ে চলে গিয়েছে পরের রাউন্ডে। মদনের বেলঘরিয়া অ্যাথলেটিকের বিরুদ্ধে দল নামায়নি মহামেডান এসি। আর তাতে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে মদন মিত্রর ক্লাব বেলঘরিয়া অ্যাথলেটিক। প্রথম ডিভিশন লিগে অনুশীলনী ক্লাবের ৯ ম্যাচে গোলপার্থক্য ছিল ৯। বেলঘরিয়ার ৯ ম্যাচে গোলপার্থক্য ছিল ১১। শেষ দুটি ম্যাচে সেইলকে ৭ এবং মহমেডান এসিকে ৬ গোল, অর্থাৎ এই দু-ম্যাচে ১৩ গোল দিয়েছে অনুশীলনী ক্লাব।

মহমেডান এসি ৬ গোল খাওয়ার পর কোচ নাসিম আখতারকে সরিয়ে দেওয়া হয়। শোনা যাচ্ছে অনুশীলনী ক্লাবের সঙ্গে মহামেডানের বাকি ক্লাব কর্তাদের খুব ভালো সম্পর্ক। সেই কারণে এমন জিনিস হয়েছে। যদিও আইএফএ সচিব অনির্বাণ দত্ত সব অভিযোগ অস্বীকার করেছেন। অতীতেও লিগে গড়াপেটার অভিযোগ উঠেছিল।

মদন মিত্র
AFC Cup 2023: ওড়িশার কাছে ৫ গোল খেয়ে এএফসি কাপ থেকে বিদায় মোহনবাগানের
মদন মিত্র
IND vs AUS: 'ডু অর ডাই' ম্যাচ, তৃতীয় টি-২০ তে অজি স্কোয়াডে নেই একাধিক তারকা ক্রিকেটার!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in