

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সের্জিও লোবেরা। শনিবার ইমামির প্রতিনিধিদের সাথে আলোচনার পর কোচ নির্বাচনে উঠে এসেছে চারটি নাম। যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল জয়ী কোচ লোবেরা। যদিও লাল-হলুদদের পক্ষ থেকে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। চিনের ‘সিচুয়ান’ ক্লাবের কোচ হিসেবে কাজ করছেন লোবেরা। তিনি ইস্টবেঙ্গলের সাথে চুক্তি করবেন কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। লোবেরাকে না পাওয়া গেলে ইস্টবেঙ্গলের দ্বিতীয় পছন্দ আন্তেনিও লোপেজ হাবাস।
শনিবার ক্লাবের আলোচনায় কোচ হিসেবে উঠে এসেছে চারটি নাম। লোবেরা, হাবাস ছাড়াও এটিকের প্রাক্তন আইএসএল জয়ী কোচ মোলিনা এবং ব্যাঙ্গালুরুর স্পোর্টিং ডিরেক্টর রোকাও রয়েছেন তালিকায়। যদিও মোলিনা এবং রোকাকে পাওয়া এক প্রকার অসম্ভব। কারণ মোলিনা খুব একটা আগ্রহী নন ভারতে কোচিং করানোর জন্য। অন্যদিকে ব্যাঙ্গালুরুর স্পোর্টিং ডিরেক্টরকে কোচ হিসেবে পাওয়া সহজ নয়। সেক্ষেত্রে লোবেরা এবং হাবাসের মধ্যে একজনের জন্যই ঝাঁপাতে হবে ইস্টবেঙ্গল কর্তাদের।
আন্তেনিও লোপেজ হাবাস এই মুহূর্তে কোনো দলের সাথে যুক্ত নেই। আইএসএলের অন্যতম সফল এই কোচ এটিকের হয়ে দু'বার খেতাব জিতেছেন। ২০১৪ এবং ২০১৯-২০ মরশুমে এটিকে-কে আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন হাবাস। অন্যদিকে সের্জিও লোবেরার সাফল্যও চোখে পড়ার মতো। মুম্বই সিটি এফসিকে আইএসএল খেতাব জেতানোর পাশাপাশি এফসি গোয়া এবং মুম্বইকে গ্রুপ লীগের শীর্ষে রেখে লীগ শিল্ডও এনে দিয়েছেন।
আইএসএলে অভিষেকের পর এই প্রতিযোগিতায় খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি ইস্টবেঙ্গল। এবারের মরশুমে স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে ডিফেন্সের দোষে প্রচুর গোল খেতে হয়েছে। নতুন মরশুমে ভালো কিছু করার আসায় ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে লাল-হলুদরা। প্রথমে তারা জোর দিচ্ছে কোচ নির্বাচনের ওপর। কোচ নিশ্চিত হলেই, কোচের পরামর্শ মতোই খেলোয়াড়দের দিকে নজর দেবে ইস্টবেঙ্গল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন