বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হতেই অবসরের ইঙ্গিত দিলেন লিভারপুল ফরোয়ার্ড মহম্মদ সালাহ

সেনেগালের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার আভাস দিলেন লিভারপুল ফরোয়ার্ড। সতীর্থদের জানিয়ে দিলেন, "ভবিষ্যতে হয়তো এখানে থাকতেও পারি আবার নাও থাকতে পারি।"
মহম্মদ সালাহ
মহম্মদ সালাহফাইল চিত্র সংগৃহীত

আফকন কাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটেছে আবার। সেনেগালের কাছে টাইব্রেকারে ফের হারতে হয়েছে ইজিপ্টকে। মহম্মদ সালাহর দেশকে কাঁদিয়ে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে সাদিও মানেরা। এই ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছেন লিভারপুলের তারকা উইঙ্গার সালাহ। স্বপ্নভঙ্গ হতেই এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে ফেললেন ইজিপ্ট মহাতারকা মহম্মদ সালাহ।

সেনেগালের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে সতীর্থদের আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার আভাস দিয়েই দিলেন লিভারপুল ফরোয়ার্ড। সতীর্থদের জানিয়ে দিলেন, "ভবিষ্যতে হয়তো এখানে থাকতেও পারি আবার নাও থাকতে পারি।"

সালাহ তাঁর সতীর্থদের বলেন, উয়েল গোমা, মহম্মদ আবু তরিকাসহ আগের জেনারেশনের অনেক ফুটবলারের সঙ্গে খেলেছি। এ ছাড়া আবদুল্লাহ আবু সাঈদ এবং তার প্রজন্মের সঙ্গেও খেলেছি। কিন্তু আমি বর্তমান দল তথা প্রজন্ম নিয়ে সবচেয়ে খুশি।

২০১১ সালে ইজিপ্টের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে সালাহর। দেশের জার্সিতে তাঁর কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৭ সালে। কঙ্গোর বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ইজিপ্টকে জায়গা করে দিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে। তবে এবার আর সম্ভব হয়নি। 'তেরেঙ্গার সিংহ' সেনেগালের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর লড়াই শেষ হয়েছে ইজিপ্টের।

মহম্মদ সালাহ
UCL: ফিরমিনো-সালাহর গোলে জয় পেলো লিভারপুল, বায়ার্নের বিপক্ষে চমক সালজবুর্গের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in