Messi: হ্যামস্ট্রিংয়ে চোট, বুধবার লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে থাকছেন না মেসি

গ্রুপ স্টেজের চতুর্থ ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছেন মৌরিসিও পচেত্তিনো। যেখানে নাম নেই মেসির।
লিওনেল মেসি
লিওনেল মেসিফাইল ছবি

আগামীকাল বুধবার চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে লাইপজিগের আতিথ্য নেবে পিএসজি। তবে তার আগেই বড় ধাক্কা খেলো প্যারিসিয়েনরা। চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেলেন রেকর্ড ছ'বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। বুধবারের ম্যাচের জন্য ঘোষিত পচেত্তিনোর স্কোয়াডে জায়গা হয়নি তাঁর।

গ্রুপ স্টেজের চতুর্থ ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছেন মৌরিসিও পচেত্তিনো। যেখানে নাম নেই মেসির। ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, "একটি চোটের পর মেসি বাম পায়ের হ্যামস্ট্রিং পেশিতে অস্বস্তি এবং হাঁটুতে ব্যথা অনুভব করছেন।"

মেসি না থাকলেও স্বস্তির খবর দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানের শেষ ম্যাচে লিলের বিপক্ষে নাক, কান ও গলার সংক্রমণের কারণে ম্যাচে ছিলেন না বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। এমবাপ্পে এবং নেইমারের সঙ্গে মেসির আর্জেন্টাইন স্বদেশী অ্যাঞ্জেল ডি মারিয়া আক্রমণ ভাগে খেলতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার পায়ে অস্বস্তি নিয়েই লিলের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। প্রথমার্ধের পরেই পরিস্থিতি দেখে তুলে নেওয়া হয় তাঁকে। ১-০ গোলে পিছিয়ে থাকা পিএসজির হয়ে মেসির বদলি হিসেবে নামানো হয় মাউরো ইকার্দিকে। তবে শেষ পর্যন্ত মার্কুইনহোস এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন পচেত্তিনোর শিষ্যরা।

লাইপজিগ ম্যাচের আগে মেসির সুস্থ হয়ে ওঠা নিয়ে আশাবাদী ছিলেন কোচ পচেত্তিনো। তবে শারীরিক পরিস্থিতির উন্নতি না ঘটায় লিওকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়। চ্যাম্পিয়নস লীগের গ্রুপ এ-এর শীর্ষে রয়েছে এখান পিএসজি। তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। লাইপজিগ তিন ম্যাচেই হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in