Ligue 1: মেসির অভিষেকের রাতে এমবাপ্পের জোড়া গোলে জয় পেলো PSG

গতকালের ম্যাচে রেইমসের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সাঁ জার্মেইন। পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
Ligue 1: মেসির অভিষেকের রাতে এমবাপ্পের জোড়া গোলে জয় পেলো PSG
ছবি - PSG অফিসিয়াল ফেসবুক পেজ
Published on

অবশেষে প্রতিক্ষার অবসান ঘটলো। ফ্রেঞ্চ লীগে অভিষেক হলো লিওনেল মেসির। ম্যাচের বয়স যখন ৬৬ মিনিট, তখন পুরোনো ক্লাব সতীর্থ নেইমারের বদলি হিসেবে মাঠে নামলেন তিনি। দীর্ঘ ফুটবল কেরিয়ারে প্রথম বার্সেলোনা ছাড়া ক্লাব ফুটবলে অন্য কোনো দলের জার্সি গায়ে মাঠে নামলেন মেসি।

গতকালের ম্যাচে রেইমসের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সাঁ জার্মেইন। পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে মেসির প্যারিসিয়েনদের জার্সিতে মাঠে নামার রাতে মেসি বিহীন বার্সেলোনা গেটাফির বিরুদ্ধে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে। এই ম্যাচে বার্সার হয়ে 'ঝলক' দেখালেন মেমফিস ডিপেই। এই ডাচ ফরোয়ার্ডের জয়সূচক গোল বার্সাকে তিন পয়েন্ট এনে দেয়। রেইমসের ঘরের মাঠে গতকাল খুব সহজেই জয় অর্জন করে পিএসজি। দুটি গোলই এসেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পা থেকে।

প্রথমার্ধের ১৬ মিনিটেই অ্যাঞ্জেল ডি মরিয়ার পাস থেকে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধে এই লীড বজায় রাখার পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দলের ও নিজের হয়ে ম্যাচের দ্বিতীয় তথা শেষ গোলটি করেন এমবাপ্পেই।

স্প্যানিশ লা লিগায় আবার উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে রোনাল্ড ক্যোমেনেরা। ক্যাম্প ন্যূতে রেফারির খেলা শুরুর বাঁশি বাজার সাথে সাথেই গোলের দেখা পায় বার্সা। ২ মিনিটের মাথায় জর্ডি আলবার পাস থেকে কাতালান জায়ান্টদের এগিয়ে দেন সার্জিও রবের্টো। শুরুতে পিছিয়ে পড়লেও ১৮ মিনিটে স্যান্ড্রো রামিরেজের গোলে সমতা ফিরে পায় গেটাফি। তবে অল্প সময় পরেই আবার লীড ফিরে পায় বার্সা। এবার গোল করেন মেমফিস ডিপে। শেষ পর্যন্ত এই লীডই ধরে রেখে জয় অর্জন করে কাতালান জায়ান্টরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in