হ্যাটট্রিক তো করলেনই, সেই সঙ্গে লীগ ওয়ানে দ্রুততম গোলের নজিরও গড়ে ফেললেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে। গতরাতে লিলকে ১-৭ গোলে হারিয়ে ফরাসী লীগে টানা তৃতীয় জয় অর্জন করেছে প্যারিস সাঁ জার্মেইন। এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি এই ম্যাচে জোড়া গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন নেইমার। এছাড়াও একটি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি এবং আশরফ হাকিমি।
রেফারির খেলা শুরুর বাঁশি বাজানোর সাথে সাথেই এদিন গোলের দেখা পেয়ে যায় পিএসজি। কিক অফের ৮ সেকেন্ডেই লিওনেল মেসির ক্রস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের সাথে সাথেই ফ্রেঞ্চ লীগের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড বুকে সবার প্রথমে নাম চলে আসে এই ফরাসী তারকার।
শুরু থেকেই লিলকে ব্যাকফুটে ঠেলে দেওয়া পিএসজিকে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। নুনো মেন্ডিসের ক্রস থেকে এবার গোলটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মিনিট দশেক বাদে প্যারিসিয়েনদের হয়ে তৃতীয় গোলটি করেন আশরফ হাকিমি। ৪৩ মিনিটে পিএসজির প্রথমার্ধের শেষ গোলটি আসে নেইমারের পা থেকে।
৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা পিএসজি অল্প সময়ের মধ্যে ফের ব্যবধান আরও বাড়াতে শুরু করে। ৫২ মিনিটেই দলের হয়ে পঞ্চম এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন নেইমার। এরপর ৬৬ এবং ৮৭ মিনিটে নেইমারের ক্রস থেকে পিএসজির হয়ে শেষ দুটো গোল করে নিজের হ্যাটট্রিক করেন এমবাপ্পে। লিলের হয়ে ৫৪ মিনিটে একটিমাত্র গোলই করেছিলেন জোনাথন বামবা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন