FIFA World Cup 22: বিশ্বকাপের মঞ্চে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কোর যত রেকর্ড

১৯৭০ বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপে পয়েন্ট অর্জন করেছিল মরক্কো। গ্রুপ পর্বের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।
মরক্কো দল
মরক্কো দলছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ট্যুইটার হ্যান্ডেল

কাতার বিশ্বকাপে মরক্কোর সফর রূপকথার মতো। বিশ্বকাপ শুরুর আগে হয়তো কল্পনাই করা যায়নি আফ্রিকার এই দেশ ইতিহাস তৈরি করবে, আশরফ হাকিমিরা সেমিফাইনাল খেলবেন। যেভাবে এগিয়ে যাচ্ছে 'অ্যাটলাস লায়ন্স'-রা তাতে বিশ্বকাপ নিজেদের করে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পুরো আফ্রিকা এখন স্বপ্ন দেখছে মরক্কোকে নিয়ে। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর যত রেকর্ড -

১. ১৯৭০ বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপে পয়েন্ট অর্জন করেছিল মরক্কো। গ্রুপ পর্বের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।

২. ১৯৮৬ বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে নক আউট পর্বের টিকিট পেয়েছিল 'অ্যাটলাস লায়ন্স'। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং তৃতীয় ম্যাচে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গিয়েছিল মরক্কো। শেষ ষোলোর ম্যাচে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে অভিযান শেষ হয় তাদের।

৩. ক্যামেরুন, সেনেগাল ও ঘানা যা করে দেখাতে পারেনি, চলতি কাতার বিশ্বকাপে তাই করে দেখালো মরক্কো। প্রথম আফ্রিকার দেশ হিসেবে ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল এবং ২০১০ সালে ঘানা খেলেছিল কোয়ার্টার ফাইনাল। এর আগে আর কোনো আফ্রিকা অঞ্চলের দেশ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। গতকাল পর্তুগালকে হারিয়ে ইতিহাস তৈরি করলেন হাকিম জিয়েচ, আশরফ হাকিমিরা।

বুধবার সেমিফাইনালের ম্যাচে মরক্কো মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। ফরাসীদের হারিয়ে মরক্কো কি পারবে আরও এক ইতিহাস রচনা করতে? সে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে তিন'দিন।

মরক্কো দল
FIFA World Cup 22: ১৮টি হলুদ কার্ড! ম্যাচ শেষেই রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন লিওনেল মেসির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in