ময়দানে শোকের ছায়া, প্রয়াত ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার পরিমল দে

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিমলবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পরিমল দে
পরিমল দেগ্রাফিক্স - আকাশ
Published on

ময়দানে শোকের ছায়া। প্রয়াত ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার পরিমল দে। ময়দানে যিনি পরিচিত ছিলেন 'জংলা-দা' নামে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিমলবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পরিমল দে-র নাম শুনলে স্মৃতির ক্যানভাসে যে দৃশ্য ফুটে ওঠে তা হল ১৯৭০ IFA শিল্ড ফাইনাল। সেই ম্যাচে ইরানের পাস ক্লাবকে হারায় ইস্টবেঙ্গল। স্বাধীনতার পর সেই প্রথম কোনও ভারতীয় ক্লাব বিদেশি ক্লাবকে পরাজিত করে শিল্ড জেতে। ইস্টবেঙ্গলের সেই গৌরবময় ইতিহাসের নায়ক ছিলেন পরিমল দে। পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন তিনিই। ম্যাচের শেষ বাঁশির পরে সমর্থকরাই তাঁকে কাঁধে করে পৌঁছে দেন ইস্টবেঙ্গল তাঁবুতে।

উয়াড়ি ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন পরিমল দে। ১৯৬১ সালে মোহনবাগানকে হারিয়েছিল উয়াড়ি। গোল করেছিলেন পরিমল দে। সেই সময় যা বেশ সাড়া ফেলেছিল বাংলার বুকে। এরপর উয়াড়ি ক্লাব থেকেই ইস্টবেঙ্গলে সই করেছিলেন তিনি। ১৯৭১ সালে কিছুটা অভিমান নিয়েই লাল হলুদদের আলবিদা জানিয়ে মেরিনার্সদের দলে যোগ দেন পরিমল। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দেয় ইস্টবেঙ্গল।

বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন পরিমল। আক্রান্ত হয়েছিলেন অ্যালঝাইমার্সে। মঙ্গলবার রাতে কসবায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিমল দে
IND vs AUS: চোটের কারণে প্রথম টেস্টে নেই শ্রেয়স, অভিষেক ঘটবে সূর্যর?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in