
ময়দানে শোকের ছায়া। প্রয়াত ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার পরিমল দে। ময়দানে যিনি পরিচিত ছিলেন 'জংলা-দা' নামে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিমলবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পরিমল দে-র নাম শুনলে স্মৃতির ক্যানভাসে যে দৃশ্য ফুটে ওঠে তা হল ১৯৭০ IFA শিল্ড ফাইনাল। সেই ম্যাচে ইরানের পাস ক্লাবকে হারায় ইস্টবেঙ্গল। স্বাধীনতার পর সেই প্রথম কোনও ভারতীয় ক্লাব বিদেশি ক্লাবকে পরাজিত করে শিল্ড জেতে। ইস্টবেঙ্গলের সেই গৌরবময় ইতিহাসের নায়ক ছিলেন পরিমল দে। পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন তিনিই। ম্যাচের শেষ বাঁশির পরে সমর্থকরাই তাঁকে কাঁধে করে পৌঁছে দেন ইস্টবেঙ্গল তাঁবুতে।
উয়াড়ি ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন পরিমল দে। ১৯৬১ সালে মোহনবাগানকে হারিয়েছিল উয়াড়ি। গোল করেছিলেন পরিমল দে। সেই সময় যা বেশ সাড়া ফেলেছিল বাংলার বুকে। এরপর উয়াড়ি ক্লাব থেকেই ইস্টবেঙ্গলে সই করেছিলেন তিনি। ১৯৭১ সালে কিছুটা অভিমান নিয়েই লাল হলুদদের আলবিদা জানিয়ে মেরিনার্সদের দলে যোগ দেন পরিমল। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দেয় ইস্টবেঙ্গল।
বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন পরিমল। আক্রান্ত হয়েছিলেন অ্যালঝাইমার্সে। মঙ্গলবার রাতে কসবায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন