Laxmi Ratan Shukla: 'আর অতীতের দিকে তাকাবো না', বাংলা দলের কোচ হয়ে বললেন লক্ষ্মীরতন শুক্লা

লক্ষী জানান, "চেষ্টা করবো বাংলাকে সাফল্য এনে দিতে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আনতে চাই। আর অতীতের দিকে তাকাবো না। অধিনায়ক হিসেবে সহজ সরল ভাবে দলকে চালনা করার চেষ্টা করতাম, কোচ হিসাবেও সেটাই করতে চাই।"
লক্ষ্মীরতন শুক্লা
লক্ষ্মীরতন শুক্লাফাইল ছবি সংগৃহীত
Published on

বাংলার কোচ হিসেবে তাঁর নাম একপ্রকার নিশ্চিতই ছিলো। মঙ্গলবার সিএবি-র তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো। অনুর্ধ্ব-২৫ দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার হাতেই তুলে দেওয়া হলো সিনিয়র দলের কোচিংয়ের দায়িত্ব। বাংলা দলের সহকারী কোচ ছিলেন সৌরাশিস লাহিড়ী। লক্ষ্মীর ডেপুটি হিসেবে তিনিই কাজ চালিয়ে যাবেন।

বাংলার হয়ে প্রায় ১৮ বছর ক্রিকেট খেলেছেন লক্ষ্মী। কোচ হিসেবে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগবেন তিনি। ১৯৯৭ সালে বাংলা দলের হয়ে অভিষেক ঘটে তাঁর। ২০১৫ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে রান করেছেন ৬২১৭ এবং উইকেট নিয়েছেন ১৭২ টি । পাশাপাশি বাংলাকে নেতৃত্বও দিয়েছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে তাঁর রান সংখ্যা ২৯৯৭ এবং উইকেট সংখ্যা ১৪৩ টি। দেশের জার্সি গায়ে চাপিয়েও তিনটি ওডিআই ম্যাচ খেলেছেন লক্ষ্মীরতন।

মঙ্গলবার সিএবিতে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রা জানিয়ে দেন লক্ষ্মীরতনই হচ্ছেন বাংলা দলের কোচ। বড় দায়িত্ব পেয়ে লক্ষ্মী জানান, "চেষ্টা করবো বাংলাকে সাফল্য এনে দিতে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আনতে চাই। আর অতীতের দিকে তাকাবো না। অধিনায়ক হিসেবে সহজ সরল ভাবে দলকে চালনা করার চেষ্টা করতাম, কোচ হিসাবেও সেটাই করতে চাই। সিএবি, দাদিকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) ধন্যবাদ।"

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে নেমেছিলেন লক্ষ্মী। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর পুনরায় ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে তাঁর। অনুর্ধ্ব - ২৫ দলের দায়িত্ব নেওয়ার পর এবার বাংলা সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in