Laver Cup: জকোভিচ-সিতিসিপাসের চেষ্টাতেও জয় অধরা ফেডেরারের - প্রথমবার খেতাব টিম ওয়ার্ল্ডের

বিদায়ী প্রতিযোগিতায় জকোভিচ, সিতিসিপাসরা জয় উপহার দিতে পারলেন না ফেডেরারকে। এর আগে চারবারই হারা টিম ওয়ার্ল্ড প্রথমবার টিম ইউরোপকে হারিয়ে জিতে নিলো লেভার কাপের টাইটেল।
হতাশ জকোভিচ-ফেডেরাররা, ট্রফি হাতে ওয়ার্ল্ড টিম
হতাশ জকোভিচ-ফেডেরাররা, ট্রফি হাতে ওয়ার্ল্ড টিমছবি সংগৃহীত

রবিবার চমক দিয়ে টিম ওয়ার্ল্ড ছিনিয়ে নিল লেভার কাপের টাইটেল। বিদায়ী প্রতিযোগিতায় জকোভিচ, সিতিসিপাসরা জয় উপহার দিতে পারলেন না ফেডেরারকে। এর আগে চারবারই হারা টিম ওয়ার্ল্ড প্রথমবার টিম ইউরোপকে হারিয়ে জিতে নিলো লেভার কাপের টাইটেল।

ফ্রান্সেস টিয়াফো এবং ফেলিক্স অগার-আলিয়াসিমে রবিবার লন্ডনের ও'টু এরিনায় দুরন্ত প্রদর্শন করেন। লেভার কাপের সপ্তাহটা এককথায় অসাধারণ কাটিয়েছেন ফ্রান্সেস টিয়াফো। লেভার কাপ ২০২২ রজার ফেডেরারের বিদায়ী ম্যাচের সমস্ত স্পটলাইট দিয়ে শুরু হলেও, শেষ হয়েছে ফ্রান্সেস টিয়াফোর অনবদ্য পারফর্ম্যান্সের মধ্যে দিয়ে।

টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে হারাতে জ্যাক সকের সাথে হাত মিলিয়েছেন টিয়াফো। পাশাপাশি খেতাব নির্ণায়ক ম্যাচে স্টেফানোস সিতিসিপাসকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় এনে দেন যুক্তরাষ্ট্রের এই তরুণ তারকা।

রবিবার, টিম ইউরোপের বিরুদ্ধে টিম ওয়ার্ল্ডের জন্য নির্ণায়ক ম্যাচে স্টেফানোস সিতিসিপাসের বিপক্ষে ৪টি ম্যাচ পয়েন্ট বাঁচান টিয়াফো। প্রথম সেটে পরাজিত হলেও ঘুরে দাঁড়ান দাপটের সঙ্গে। শেষ পর্যন্ত সিতিসিপাসকে ১-৬, ৭-৬(১১), ১০-৮ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেন। এর আগে ফেলিক্স অগার আলিয়াসমে স্ট্রেট সেটে হারান ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। খেলার ফল আলিয়াসমের পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৩)।

চারবার হারের পর পঞ্চম সংস্করণে এসে প্রথম বার খেতাব জিতলো টিম ওয়ার্ল্ড। বিদায়ী প্রতিযোগীতায় জয় পেলেন না ফেডেরার। শুক্রবার সুইশ কিংবদন্তী বলেন," দারুণ একটা দিন কাটলো। আমি ভীষণই খুশি। মন খারাপ করছে ভাববেন না মোটেই। বিশেষত এখানে, লন্ডনে এ সব কিছু হওয়াটা অসাধারণ অভিজ্ঞতা। টেনিসে নিজের যাত্রপথ সম্পূর্ণ করে কী যে ভালো লাগছে, বোঝাতে পারব না। আসলে একেবার নিখুঁত একটা যাত্রাপথের মধ্যে দিয়ে এলাম। মনে হচ্ছে, সব কিছু আবার নতুন করে করব!"

হতাশ জকোভিচ-ফেডেরাররা, ট্রফি হাতে ওয়ার্ল্ড টিম
UEFA Nations League: ডেনমার্কের কাছে হারলেও অস্ট্রিয়ার হারে রেলিগেশন হওয়া থেকে বাঁচলো ফ্রান্স
হতাশ জকোভিচ-ফেডেরাররা, ট্রফি হাতে ওয়ার্ল্ড টিম
UEFA Nations League: নাক ফাটলেও মাঠ ছাড়েননি, সতীর্থকে দিয়ে গোল করিয়ে পর্তুগালকে জেতালেন রোনাল্ডো

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in